পাম্প স্টোরেজ বিদ্যুৎ ফের পুরুলিয়াতেই

রাজ্যের এক বিদ্যুৎকর্তা জানান, বান্দুনালায় ২২৫ মেগাওয়াট করে মোট চারটি ইউনিট গড়ে তোলা হবে। সেখানে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কিনে নেওয়ার কথা।

Advertisement

পিনাকী বন্দ্যোপাধ্যায়

কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮ ০২:৩৭
Share:

দু’টি প্রকল্প চালু আছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এ বার তৃতীয় পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্প গড়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবং এই প্রথম বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে জলবিদ্যুৎ প্রকল্প গড় তুলছে তারা। রাজ্য মন্ত্রিসভার ৩০ নভেম্বরের বৈঠকে বান্দুনালা নামে ৯০০ মেগাওয়াটের ওই জলবিদ্যুৎ প্রকল্পটি ছাড়পত্র পেয়েছে।

Advertisement

রাজ্যের এক বিদ্যুৎকর্তা জানান, বান্দুনালায় ২২৫ মেগাওয়াট করে মোট চারটি ইউনিট গড়ে তোলা হবে। সেখানে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কিনে নেওয়ার কথা। প্রকল্পের জমির ব্যবস্থা করে দেবে রাজ্য। প্রশাসনিক সূত্রের খবর, বান্দুনালা প্রকল্পের জন্য শীঘ্রই আগ্রহপত্র চাওয়া হবে। ৩০ বছর চালানোর পরে প্রকল্পের মালিকানা রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার হাতে তুলে দেবে বেসরকারি সংস্থা।

পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে পাহাড়ের গায়ে উপরে-নীচে দু’টি জলাধার তৈরি করা হয়। রাত্রে যখন বিদ্যুতের চাহিদা কম থাকে, সেই সময় নীচের জলাধার থেকে পাম্প করে উপরের জলাধারে জল তুলে রাখা হয়। দিনের বেলায় চাহিদা বাড়লে উপরের জমা জল নীচের জলাধারটিতে ফেলে টার্বাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন