ডিভিশন বেঞ্চের রায়ে অখুশি রাজ্য, যেতে পারে সুপ্রিম কোর্টে

রথযাত্রা নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে রাজ্য সরকার।

Advertisement
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ০৩:৫৯
Share:

প্রতীকী ছবি।

রথযাত্রা নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে রাজ্য সরকার।

Advertisement

ডিভিশন বেঞ্চ এ দিন বিজেপির সঙ্গে সরকারকে আলোচনায় বসার যে নির্দেশ দিয়েছে, নবান্ন তাতে খুশি নয়। সরকার মনে করে, বিজেপির রথযাত্রা আসলে সাম্প্রদায়িক উস্কানি ও বিদ্বেষ ছড়ানোর কৌশল। যার ফলে আইনশৃঙ্খলার গুরুতর সমস্যা তৈরি হতে পারে। তাই প্রশাসন এমন কর্মসূচিকে কোনও ভাবে প্রশ্রয় দিতে রাজি নয়। সে ক্ষেত্রে আলোচনায় বসারও কোনও প্রয়োজন নেই।

এই পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা শুরু হয়েছে নবান্নে। এ দিন হাইকোর্টের রায় জানার পরেই সরকারের শীর্ষ স্তরে আইনি পরামর্শ নেওয়ার প্রস্তুতি শুরু হয়। সরকারের বক্তব্য, রাজ্যের তিন পদস্থ আধিকারিককে বিজেপির সঙ্গে আলোচনায় বসার নির্দেশ যেমন ‘গ্রহণযোগ্য’ নয়, তেমনই আপত্তিকর হল ‘রথযাত্রা হবেই’ বলে বিজেপি সভাপতি অমিত শাহের মন্তব্য।

Advertisement

এক পদস্থ কর্তা প্রশ্ন তোলেন, ‘‘ডিভিশন বেঞ্চের নির্দেশ জানার আগেই অমিত শাহ কী করে বলেন, তাঁরা রথযাত্রা করবেনই? এটা বিচার ব্যবস্থার মর্যাদার উপরে আঘাত।’’ তিনি জানান, রাজ্য সু্প্রিম কোর্টে গেলে এই বিষয়টিও নজরে আনবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement