লাক্সারি ট্যাক্সির ভাড়া

ওলা, উবেরের মতো লাক্সারি ট্যাক্সির ভাড়া বেঁধে দেওয়ার দাবি তুললেন লাক্সারি ট্যাক্সির মালিকেরা। বৃহস্পতিবার পরিবহণ ভবনে গিয়ে এই দাবি জানায় জয়েন্ট কাউন্সিল অব লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন।

Advertisement
শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৬ ০৩:১৯
Share:

ওলা, উবেরের মতো লাক্সারি ট্যাক্সির ভাড়া বেঁধে দেওয়ার দাবি তুললেন লাক্সারি ট্যাক্সির মালিকেরা। বৃহস্পতিবার পরিবহণ ভবনে গিয়ে এই দাবি জানায় জয়েন্ট কাউন্সিল অব লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন। পরিবহণসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। সংগঠনের নেতা সুব্রত ঘোষ ও ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘প্রচুর গাড়ি রাস্তায় বেরোনোয় প্রতিযোগিতা বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন মালিকেরা। ভাড়া বেঁধে দেওয়ার দাবি সেই জন্যই।’’ সুব্রতবাবুরা জানান, বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করার আশ্বাস দিয়েছেন পরিবহণকর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement