কুণালের চেক ফেরাল নবান্ন

বন্যাবিধ্বস্ত মানুষের সাহায্যার্থে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের এক মাসের বেতন দান করবেন বলে জানিয়েছিলেন সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত, তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০৩:০৩
Share:

বন্যাবিধ্বস্ত মানুষের সাহায্যার্থে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের এক মাসের বেতন দান করবেন বলে জানিয়েছিলেন সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত, তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। নবান্ন সূত্রের খবর, বৃহস্পতিবার সেই চেক মুখ্যমন্ত্রীর দফতরে এলে তা ফিরিয়ে দেওয়া হয়। প্রশাসনের একাংশ জানাচ্ছে, পদ্ধতি মেনে ওই চেক পাঠানো হয়নি বলেই তা গ্রহণ করা হয়নি। জেলবন্দিদের ক্ষেত্রে নিয়ম হল, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কিছু দিতে গেলে জেল সুপারের মাধ্যমে পাঠাতে হবে। এ ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। প্রশাসনিক সূত্রের খবর, এ দিন কুণালের এক প্রতিনিধি চেকটি নিয়ে নবান্নে যান। তাঁকে প্রায় এক ঘণ্টা বসিয়ে রাখা হয়। পরে ওই ব্যক্তিকে জানিয়ে দেওয়া হয়, চেকটি আপাতত নেওয়া সম্ভব হচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement