সংক্রমণে কাবু রাজ্যপাল

শপথবাক্য পাঠ করাবেন যিনি, সেই রাজ্যপালই অসুস্থ হয়ে হাসপাতালে। তাই আজ, সোমবার মন্ত্রী-পদে চন্দ্রিমা ভট্টাচার্য ও উজ্জ্বল বিশ্বাসের শপথ অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ০৪:১৪
Share:

শপথবাক্য পাঠ করাবেন যিনি, সেই রাজ্যপালই অসুস্থ হয়ে হাসপাতালে। তাই আজ, সোমবার মন্ত্রী-পদে চন্দ্রিমা ভট্টাচার্য ও উজ্জ্বল বিশ্বাসের শপথ অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।

Advertisement

উচ্চ রক্তচাপের জেরে রবিবার সকালে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড তাঁকে দেখছে। সিটি স্ক্যান হয়েছে। ডাক্তারেরা মনে করছেন, নাকে সংক্রমণের জেরে রক্তক্ষরণ হয়েছে। রাজভবন থেকে জানানো হয়েছে, হাসপাতালেও রাজ্যপালের নাক দিয়ে দু’বার রক্ত বেরিয়েছে। রক্তক্ষরণ স্থায়ী ভাবে বন্ধ না-হলে অস্ত্রোপচারও করা হতে পারে। রাতে অবশ্য হাসপাতাল সূত্রে জানানো হয়, আইসিইউয়ে ভর্তি রাজ্যপালের শারীরিক অবস্থা এখন অনেকটা স্থিতিশীল।

উদ্বেগ: অসুস্থ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে দেখতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার। —নিজস্ব চিত্র।

Advertisement

হাসপাতালে রাজ্যপালকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও রাজ্যপালের খোঁজ নেন। ত্রিপাঠীর অসুস্থতা সত্ত্বেও রবীন্দ্রভারতীর সমাবর্তন আজ যথারীতি হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন