West Bengal Tourism

কেন্দ্রের রিপোর্টে পশ্চিমবঙ্গ বিদেশি পর্যটক আকর্ষণে দ্বিতীয়, জানালেন মুখ্যমন্ত্রী মমতা, কোভিড মন্দা থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে উল্লেখ করা হয়েছে, বিদেশি পর্যটক টানতে যে রাজ্যগুলির উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৫:১৪
Share:

বিদেশি পর্যটকদের আকর্ষণ করছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের রিপোর্ট উল্লেখ করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিদেশি পর্যটক আকর্ষণে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে। ২০২৪-২৫ অর্থবর্ষের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের রিপোর্ট উল্লেখ করে বুধবার সমাজমাধ্যমে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে উল্লেখ করা হয়েছে, বিদেশি পর্যটক টানতে যে রাজ্যগুলির উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। মারাঠা মুলুকে ২০২৪-২৫ অর্থবর্ষে বিদেশি পর্যটক গিয়েছে ৩৭ লক্ষ। পশ্চিমবঙ্গ পাহাড়, সমুদ্র, জঙ্গলের শোভা দেখতে এসেছেন ৩১ লক্ষ বিদেশি পর্যটক।

গত অর্থবর্ষে যত সংখ্যক বিদেশি পর্যটক ভারত ভ্রমণে এসেছিলেন, তা প্রায় ২০১৯ সালের সমান। যা ইতিবাচক বলে মনে করা হচ্ছে। ২০২০ সালের মার্চ মাস থেকে কোভিড বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছিল গোটা দুনিয়াকে। কোভিড পর্বের লকডাউন বিশ্ব অর্থনীতিতে গভীর অভিঘাত তৈরি করেছে। বহু পণ্ডিতের দাবি, ২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চ মাস থেকে ২০২২ সালের গোড়া পর্যন্ত যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ক্ষতি সামলাতে বেশ কয়েক বছর লেগে যাবে।

Advertisement

কোভিডের কারণে তৈরি হওয়া মন্দা থেকে ঘুরে দাঁড়াতে নানা ভাবে নানা দেশ চেষ্টা চালাচ্ছে। তবে বিদেশি পর্যটকদের ভারতে আগমন সেই পরিস্থিতির বদল ঘটিয়েছে বলেই মনে করা হচ্ছে। মমতাও তাঁর সমাজমাধ্যমের পোস্টে দাবি করেছেন, কোভিড পর্বের পরে পুনরুত্থানের জন্য রাজ্য সরকার পর্যটনকে যে ভাবে প্রচার করেছিল, কেন্দ্রের পরিসংখ্যান তাঁরই প্রতিফলন।

গত কয়েক বছরে মমতার উদ্যোগেই বহু অনামি জায়গা পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তার অন্যতম উদাহরণ দার্জিলিংয়ের লামাহাটা। কেন্দ্রের রিপোর্টে বঙ্গের সাফল্য উল্লিখিত হওয়ার পরে ফের এক বার রাজ্য সরকারের উদ্যোগের কথা স্মরণ করাতে চাইলেন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement