Coronavirus

পণ্যবাহী লরি চালাতে পুলিশকে নির্দেশ দিল্লির

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব প্রতিটি রাজ্যের ডিজি-কে জানান, পণ্য পরিবহণ স্বাভাবিক রাখতে লরিচালকদের কাজে নামাতে হবে। তাঁরা মালবহন শুরু করলে তাঁদের খাওয়ার জন্য হাইওয়ের ধারে কিছু ধাবাও খোলা রাখতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২০ ০৬:১৪
Share:

ফাইল চিত্র

লকডাউনের মাঝেও পণ্যবাহী ট্রাক চালানোর জন্য চালকদের নামাতে পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে শুধু ট্রাক চালানোই নয়, প্রয়োজনে হাইওয়ের পাশের কিছু ধাবা পুলিশি নজরদারিতে খুলে রাখার নির্দেশও দিয়েছে দিল্লি। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয়কুমার ভাল্লা সমস্ত রাজ্যের পুলিশ প্রধান ও গোয়েন্দা প্রধানদের সঙ্গে এক ভিডিয়ো কনফারেন্সে এই নির্দেশ দিয়েছেন।

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব প্রতিটি রাজ্যের ডিজি-কে জানান, পণ্য পরিবহণ স্বাভাবিক রাখতে লরিচালকদের কাজে নামাতে হবে। তাঁরা মালবহন শুরু করলে তাঁদের খাওয়ার জন্য হাইওয়ের ধারে কিছু ধাবাও খোলা রাখতে হবে। পুলিশি নজরদারিতে এই ধাবাগুলি শুধু খোলা রাখাই নয়, লরিচালকদের হাত ধোয়া, দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজার দেওয়া ও পরিচ্ছন্নতা বজায় রাখাও পুলিশকে তদারক করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব পুলিশ প্রধানদের জানান, লকডাউন কার্যকর করতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। সেই কারণে ডিজিদের পুলিশের উর্দি পরে বিভিন্ন টিভি চ্যানেলকে জানাতে হবে সাধারণ মানুষের কী কী করণীয়। পুলিশ এই পরিস্থিতিতে মানবিক যা যা কাজ করছে, তা সোশাল মিডিয়ায় দেওয়ায় ছড়িয়ে দেওয়ার কথাও বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।

Advertisement

এ ছাড়া ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের কোনও ভাবেই বাড়ি ফেরানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সে ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকেই অবস্থা স্বাভাবিক না-হওয়া পর্যন্ত খাওয়াদাওয়ার ব্যবস্থা করতে হবে। রাজ্য প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এই খাতে খরচ করা যাবে বলে কেন্দ্র জানিয়ে দিয়েছে। এর বাইরে নর্থব্লকের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে ধর্মীয় স্থানের ভিড়। ধর্মগুরুদের জমায়েত এড়িয়ে ধর্মাচারণের জন্য অনুরোধ করতে বলা হয়েছে। লকডাউন কার্যকর করতে প্রয়োজনে স্বেচ্ছাসেবী সংস্থা বা সুশীল সমাজের প্রতিনিধিদের কাজে লাগাতে চাইছে স্বরাষ্ট্র মন্ত্রক। ভিড় সামলাতে প্রয়োজনে ড্রোনের সহায়তা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রক।

অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন