Jagat Prakash Nadda

নড্ডার খোঁচা, পাল্টা মন্ত্রীর

রাজ্য বিজেপি সূত্রের মতে, নাম না করলেও টুইটে পশ্চিমবঙ্গ সরকারকেও বিঁধেছেন নড্ডা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২০ ০২:১৩
Share:

ছবি: পিটিআই।

করোনা মোকাবিলায় অ-বিজেপি রাজ্যগুলির ভূমিকার সমালোচনা করলে বিজেপি কর্মীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করলেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা। তিনি সোমবার টুইট করেন, ‘‘গত কয়েক দিনে বিরোধী শাসিত রাজ্য়গুলিতে কোভিড পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করার জন্য বিজেপি কর্মী এবং নিরপেক্ষ মানুষকে অন্যায় ভাবে নিশানা করা হচ্ছে প্রশাসনকে ব্যবহার করে। গণতন্ত্রে এটা সমর্থনযোগ্য নয়।’’ রাজ্য বিজেপি সূত্রের মতে, নাম না করলেও ওই টুইটে পশ্চিমবঙ্গ সরকারকেও বিঁধেছেন নড্ডা। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা তাপস রায় অবশ্য পাল্টা কটাক্ষ করেন, ‘‘এটা যে সঙ্কীর্ণ দলীয় রাজনীতির সময় নয়, তা বিজেপি মানছে না। তাই তাদের রাজ্য সভাপতি মুখে দলের নির্বাচনী প্রতীক আঁকা মাস্ক পরে কথা বলছেন আর সর্বভারতীয় সভাপতি এ সব লিখছেন। ওঁদের কাছে মানুষ নয়, ক্ষমতা দখলই মুখ্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন