Madan Mitra

Madan Mitra: পার্থ তো দলের লোকেদেরই চেনেন না, প্রার্থী-ক্ষোভ নিয়ে আবার বিস্ফোরক মদন মিত্র

মদন বললেন, ‘‘তৃণমূলে বিজেপি আর কংগ্রেসের কালচার ঢুকে পড়ছে। কিছু সুযোগ সন্ধানী দল ভাঙার চেষ্টা করছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৬
Share:

পুরভোটে প্রার্থিতালিকা নিয়ে দলের অন্দরে ক্ষোভের মাঝেই আবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

পুরভোটে প্রার্থিতালিকা নিয়ে দলের অন্দরে ক্ষোভের মাঝেই আবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। রবিবার সন্ধ্যায় নাম না করে তৃণমূল সাংসদ সৌগত রায়কে আক্রমণের পর সোমবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কেও কটাক্ষ করলেন মদন। পুরভোটে প্রার্থী বাছাই যে একেবারেই ঠিক হয়নি, তা স্পষ্ট জানিয়ে বিধায়ক বলেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায় দলের ছেলেদের চেনেন বলে মনে হয় না।’’

Advertisement

শুক্রবার তৃণমূলের প্রার্থিতালিকা ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের অন্তত ১৮টি জেলার বিভিন্ন জায়গায় ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূলকর্মীরা। শনিবার থেকে কার্যত ধর্মঘটের ছবি দেখা গিয়েছিল কামারহাটিতে। এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতৃত্ব যখন কর্মীদের শান্ত থাকার বার্তা দিচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে মদন বললেন, ‘‘তৃণমূলে বিজেপি আর কংগ্রেসের কালচার ঢুকে পড়ছে। কিছু সুযোগ সন্ধানী দল ভাঙার চেষ্টা করছে। প্রার্থিতালিকা ঘোষণার পর থেকে রাস্তায় টায়ার জ্বলছে। আগুন জ্বলছে। গুলি চলছে। বোমা ফাটছে। কী হচ্ছে এগুলো! কারা করাচ্ছে এ সব? তৃণমূল নাকি খুব নিয়ন্ত্রিত দল, পাল্টা বিবৃতি হয় না!’’

যদিও মদনের মন্তব্য নিয়ে কিছুই বলতে চাননি পার্থ। তিনি বলেন, ‘‘ওঁর কথার কোনও উত্তর দেব না আমি।’’

Advertisement

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্তুতি গেয়ে মদন বলেন, ‘‘মমতা আর অভিষেক রাস্তায় নামলে সব ঠিক হয়ে যাবে। ওঁরা যত দিন দল নিয়ন্ত্রণ করছিলেন, সব ঠিক ছিল। যন্ত্রণা, কষ্ট থাকলেও সবাই সব মেনে নিচ্ছিল। এখন কিছু নাটের গুরু দলের সমস্যা বাড়াচ্ছে। পিকে-কে টার্গেট করে অভিষেককে অভিযুক্ত করা হচ্ছে। মমতা দল চালান। তার পর অভিষেক। আর কাউকে মানি না। অভিষেককে সামনে রেখে আমরা ময়দানে নামলে সব সামলে নেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন