হাইকোর্টে দু’মাস শাস্তি স্থগিত দুই ডাক্তারের

কাউন্সিলের আইনজীবী শৈবালেন্দু ভৌমিক জানান, গত বছর ফেব্রুয়ারিতে পথ-দুর্ঘটনায় গুরুতর জখম সঞ্জয়কে প্রথমে বালিটিকুরি ইএসআই হাসপাতালে, পরে ইএম বাইপাসের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ০৩:০৪
Share:

—ফাইল চিত্র।

ডানকুনির যুবক সঞ্জয় রায়ের মৃত্যুর ঘটনায় অ্যাপোলো হাসপাতালের দুই চিকিৎসককে সাসপেন্ড করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সেই শাস্তির নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে আপাতত কিছুটা স্বস্তি পেলেন দুই চিকিৎসক। কাউন্সিলের নির্দেশের উপরে শুক্রবার দু’মাসের অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি শেখর ববি শরাফ।

Advertisement

কাউন্সিলের আইনজীবী শৈবালেন্দু ভৌমিক জানান, গত বছর ফেব্রুয়ারিতে পথ-দুর্ঘটনায় গুরুতর জখম সঞ্জয়কে প্রথমে বালিটিকুরি ইএসআই হাসপাতালে, পরে ইএম বাইপাসের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের অভিযোগ, অ্যাপোলোয় সঞ্জয়ের যথাযথ চিকিৎসা হয়নি। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মারা যান সঞ্জয়। তবে হাসপাতাল-কর্তৃপক্ষের দাবি, চিকিৎসায় কোনও ত্রুটি হয়নি।

অ্যাপোলোর চিকিৎসক শ্যামল সরকার ও রেডিওলজিস্ট উষা গোয়েনকার বিরুদ্ধে কাউন্সিলে গাফিলতির অভিযোগ জানায় সঞ্জয়ের পরিবার। শ্যামলবাবুকে ছ’মাস এবং উষাদেবীকে এক বছরের জন্য সাসপেন্ড করে কাউন্সিল।

Advertisement

তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন দুই চিকিৎসক। আইনজীবীদের কর্মবিরতি চলায় দুই চিকিৎসক নিজেরাই সওয়াল করেন। কাউন্সিলের পক্ষে সওয়াল করেন তার রেজিস্ট্রার মানস চক্রবর্তী। স্থগিতাদেশ ছাড়াও বিচারপতি শরাফ এ দিন দু’পক্ষকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন