মমতার ‘গণতন্ত্র’বোঝা যাচ্ছে, সুর বদল ফব-র

পঞ্চায়েত ভোটের মনোনয়নে শাসক দলের তাণ্ডব দেখে জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল ফরওয়ার্ড ব্লক। সম্প্রতি দিল্লি গিয়ে অ-বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করে ফ্রন্ট গড়ার ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ০৪:৩২
Share:

পঞ্চায়েত ভোটের মনোনয়নে শাসক দলের তাণ্ডব দেখে জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল ফরওয়ার্ড ব্লক। সম্প্রতি দিল্লি গিয়ে অ-বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করে ফ্রন্ট গড়ার ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী। বিজেপির বিরুদ্ধে তাঁর ওই আহ্বানকে সমর্থন করা উচিত বলে বিবৃতি দিয়েছিলেন ফ ব-র জাতীয় সম্পাদক জি দেবরাজন। তিনিই মঙ্গলবার ফের বিবৃতি দিয়ে বলেছেন, ‘‘বিরোধীশূন্য পঞ্চায়েত গড়ার ডাক দিয়ে বাংলার শাসক দল অত্যাচার চালাচ্ছে। প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, বর্তমান বিধায়ক, মহিলা প্রার্থী— কেউ রেহাই পাচ্ছেন না। যিনি নিজের রাজ্যে মানুষের এবং বিরোধীদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে ব্যর্থ, তাঁর মুখে গণতন্ত্রের কথা মানায় না!’’ দেবরাজন জানিয়েছেন, বাংলায় তৃণমূলের ‘অগণতান্ত্রিক’ চেহারার ছবি তাঁরা সেই সব দলের নেতৃত্বের কাছে তুলে ধরার চেষ্টা করবেন, যাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা কথা বলেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement