SDO molestation

এসডিও হেনস্থায় আরও এক ধৃত

রাজকুমারের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত, দুষ্কৃতীদের গ্রেফতার ও ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে গত ১৬ মে রায়গঞ্জের ঘড়িমোড় অবরোধ করেন শিক্ষকদের একাংশ। মহকুমাশাসক অবরোধ তোলার চেষ্টা করলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ০৪:৩০
Share:

অসুস্থ: জামিনের আবেদন নাকচ হয়ে যাওয়ার পর আদালতেই অসুস্থ হয়ে পড়েন ধৃত শিক্ষক সঞ্জিত দাস। নিজস্ব চিত্র

মহকুমাশাসক থেন্ডুপ নামগিয়েল শেরপাকে হেনস্থার অভিযোগে ধৃত আর এক শিক্ষককে একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। জাতীয় সড়ক অবরোধের অভিযোগে অন্য এক মামলায় আগামী ২ জুন পর্যন্ত জেল হেফাজতও হয়েছে অভিযুক্ত শিক্ষক সঞ্জিত দাসের।

Advertisement

রবিবার রায়গঞ্জের মুখ্য বিচারবিভাগীয় আদালতে অভিযুক্তের জামিন নাকচ হয়ে যায়। তারপরই এই নির্দেশ দেন বিচারক সৌরভ হাজরা। এ দিন নির্দেশ শুনে আদালতেই অসুস্থ হয়ে পড়েন সঞ্জিত। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। গত শনিবার রাতে রায়গঞ্জের অশোকপল্লি এলাকার বাড়ি থেকে গ্রেফতার হন হেমতাবাদের ভরতপুর হাইস্কুলের এই শিক্ষক। তিনি তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ওই স্কুল ইউনিটেরই সদস্য। ওই সংগঠনের জেলা সভাপতি অসীমরঞ্জন দাসের বক্তব্য, ‘‘বিস্তারিত না জেনে কোনও মন্তব্য করব না।’’ গত ১৬ মে শিক্ষক ও প্রিসাইডিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত রাজকুমার রায়ের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদ কর্মসূচিতে রায়গঞ্জে জেলাশাসকের হেনস্থার ঘটনা ঘটে। সঞ্জিত-সহ এখনও পর্যন্ত ওই ঘটনায় তিন শিক্ষক গ্রেফতার হয়েছেন। এদিকে, রাজকুমার রায়ের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে আজ, সোমবার কলকাতায় মিছিল করে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা শিক্ষকদের একটি মঞ্চের।

গত ১৪মে ভোট চলাকালীন ইটাহার ব্লকের সোনারপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ নম্বর বুথ থেকে নিখোঁজ হয়ে যান প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়। পরদিন রাতে রায়গঞ্জের সোনাডাঙ্গি এলাকার রেললাইন থেকে তাঁর ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার করে রেলপুলিশ। রাজকুমারের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত, দুষ্কৃতীদের গ্রেফতার ও ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে গত ১৬ মে রায়গঞ্জের ঘড়িমোড় অবরোধ করেন শিক্ষকদের একাংশ। মহকুমাশাসক অবরোধ তোলার চেষ্টা করলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে আন্দোলনকারী শিক্ষকেরা প্রায় ছ’ঘণ্টা রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ওই ঘটনায় সাতজন শিক্ষকের নামে ও অজ্ঞাতপরিচয় প্রায় দেড়শোজন শিক্ষকের বিরুদ্ধে মহকুমাশাসকের উপর হামলা ও জাতীয় সড়ক অবরোধের অভিযোগে একাধিক জামিনঅযোগ্য ধারায় দু’টি পৃথক মামলা দায়ের করা হয়। এদিকে, রাজকুমার রায়ের মৃত্যুরহস্য নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য পোস্ট করার অভিযোগে ২৫ জনকে চিহ্নিত করেছে জেলা পুলিশ। অভিযুক্তদের সতর্ক করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

Advertisement

গত ১৯ মে রাতে বাড়ি থেকেই ওই দুই মামলায় অভিযুক্ত মনোজ ভৌমিক ও প্রদীপকুমার সিংহ নামে দুই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। আদালতের নির্দেশে তাঁদেরও ২ জুন পর্যন্ত জেল হেফাজত হয়েছে। মহকুমাশাসকের উপর হামলার অভিযোগের মামলায় আজ, সোমবার ধৃত এই তিন শিক্ষককে উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে তোলার কথা পুলিশের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন