জয়েন্টে মোবাইল নয় আজ

আজ, রবিবার রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৭৫ জন। মোট ৩৩৯টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৮ ০২:৫১
Share:

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পরীক্ষার্থীরা ডিজিটাল ঘড়ি পরে আসতে পারবেন না। মোবাইল ফোনও নিষিদ্ধ। মোবাইল ফোন শুধু থাকবে বোর্ডের পর্যবেক্ষক এবং পরীক্ষা কেন্দ্রের ইনচার্জের কাছে। তার জন্য ইনচার্জ এবং পর্যবেক্ষকদের বিশেষ পরিচয়পত্র দেওয়া থাকবে।

Advertisement

আজ, রবিবার রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৭৫ জন। মোট ৩৩৯টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। প্রসঙ্গত এখন এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয় শুধু রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির জন্য। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ১৭ হাজার ৫৪৪। এ বছর তা আরও বেড়েছে।

শুক্রবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সচিব দিব্যেন্দু কর জানিয়েছেন, এ বার ভ্রাম্যমাণ পর্যবেক্ষকদের সংখ্যা বাড়ানো হয়েছে। নকল ধরতে পরীক্ষা কেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর এই পর্যবেক্ষকদের কাছেই থাকবে। আগেই বোর্ড জানিয়েছিল— পরীক্ষা কেন্দ্রের প্রতিনিধি-প্রধান নয়, এ বার থেকে এই পরীক্ষায় প্রশ্নপত্রের প্যাকেট খুলবেন স্বয়ং পরীক্ষার্থী। প্লাস্টিক জ্যাকেটের মধ্যেই সিল দেওয়া প্রশ্নপত্র এবং ওএমআর শিট থাকবে। নজরদারের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট পরীক্ষার্থী সেটি খুলবেন। গত বারের মতোই পরীক্ষার্থীদের কলম সরবরাহ করবে বোর্ডই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement