প্রশ্ন ফাঁসের অন্তর্তদন্ত নিয়ে দ্বিধা শিক্ষামন্ত্রীর

কিন্তু দেরি কেন? মন্ত্রী বলেন, ‘‘এখন তো ভাত বেড়ে বসে নেই। পরীক্ষা হয়ে গিয়েছে। এখন পরীক্ষার অন্তর্তদন্ত করে কতটুকু লাভ হবে? যাতে পরবর্তী পরীক্ষায় এই ধরনের কাজ না-হয়, সে-দিকে আরও বেশি সতর্ক নজর রাখতে হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৮ ০৩:৪৬
Share:

পার্থ চট্টোপাধ্যায়।

মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কী গতি হয়, শিক্ষা শিবির সে-দিকে তাকিয়ে আছে। কিন্তু এই বিষয়ে অন্তর্তদন্ত নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ই ঘোর দ্বিধায়।

Advertisement

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পার্থবাবু প্রথমে জানান, মধ্যশিক্ষা পর্ষদ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না-নিলে তাঁরা ব্যবস্থা নেবেন। পরে তিনিই বলেন, ‘‘পরীক্ষা হয়ে গিয়েছে। এখন পরীক্ষার অন্তর্তদন্ত করে আর কতটুকু লাভ হবে! বরং পরবর্তী পরীক্ষায় যাতে এমন ঘটনা না-ঘটে, সেই বিষয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে।’’ তাঁর দ্বিধা দেখে গোটা শিক্ষা শিবিরেই সংশয় বাড়ছে।

জলপাইগুড়ির ময়নাগুড়ির সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের আগেই মাধ্যমিকের প্রশ্নপত্রের প্যাকেট খোলার অভিযোগ উঠেছে। পুলিশের কাছেও অভিযোগ জমা পড়ে। পর্ষদে জিজ্ঞাসাবাদ করা হয় অভিযুক্ত, অভিযোগকারী-সহ সাত জনকে। সেই রিপোর্ট মন্ত্রীকে দেওয়া হয়েছে। তা নিয়ে এই সপ্তাহে বৈঠক করার কথা। এ দিন এই বিষয়ে প্রশ্ন করা হলে পার্থবাবু বলেন, ‘‘আমাদের এত মাথাব্যথা হয়নি। পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে। সুতরাং এখন নতুন করে আমার যতটুকু জানার আমি জানব। যে দোষী সাব্যস্ত হবে, পর্ষদ নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। না-হলে প্রশাসনিক ভাবে যে-তদন্ত চলছে, সেখান থেকে খবর নিয়ে ব্যবস্থা নেব।’’

Advertisement

কিন্তু দেরি কেন? মন্ত্রী বলেন, ‘‘এখন তো ভাত বেড়ে বসে নেই। পরীক্ষা হয়ে গিয়েছে। এখন পরীক্ষার অন্তর্তদন্ত করে কতটুকু লাভ হবে? যাতে পরবর্তী পরীক্ষায় এই ধরনের কাজ না-হয়, সে-দিকে আরও বেশি সতর্ক নজর রাখতে হবে।’’

এবিটিএ-র সাধারণ সম্পাদক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলেন, ‘‘মন্ত্রীর এই শিথিল মনোভাবে দুর্নীতিগ্রস্তরা আরও বেশি প্রশ্রয় পাবে। আগামী দিনে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার প্রবণতা আরও বাড়বে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন