নিপার হানা কি এ বার পশ্চিমবঙ্গেও!

বহরমপুরের চিকিৎসকেরা জানিয়েছেন, ওই যুবকের রক্ত ও অন্যান্য পরীক্ষা কলকাতা ছাড়া সম্ভব নয়, তাই তাঁকে রেফার করে দেওয়াই যুক্তিযুক্ত মনে করেছেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২৪ মে ২০১৮ ০৫:২০
Share:

বাদুড় থেকেই ছড়ায় নিপা ভাইরাস।

কেরল, কর্নাটক থেকে বাংলায় পা রাখল নিপা ভাইরাস, বহরমপুর থেকে কলকাতার আইডি হাসপাতালে রেফার করা এক রোগীর উপসর্গ দেখে তেমনই আশঙ্কা করছেন চিকিৎসকেরা।

Advertisement

জ্বর, তীব্র মাথাব্যথা, ঘাড়ে, পিঠে প্রবল যন্ত্রণা, বমি ভাব— নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সব রকম উপসর্গ নিয়েই দিন কয়েক আগে কেরল থেকে ফিরেছিলেন শরিফুসল শেখ। বুধবার তাঁকে, বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা মাত্র চিকিৎসকেদের কপালে ভাঁজ পড়ে। ঝুঁকি না নিয়ে তাঁরা বিকেলেই ওই রোগীকে রেফার করেন বেলেঘাটা আইডি হাসপাতালে। এ দিন রাত পর্যন্ত অবশ্য শরিফুলের রোগ নির্ণয় করা যায়নি। বহরমপুরের চিকিৎসকেরা জানিয়েছেন, ওই যুবকের রক্ত ও অন্যান্য পরীক্ষা কলকাতা ছাড়া সম্ভব নয়, তাই তাঁকে রেফার করে দেওয়াই যুক্তিযুক্ত মনে করেছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন