কলকাতা পুলিশে কাজের সুযোগ

রাজ্যের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা এ বার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন কলকাতা পুলিশে। মঙ্গলবার দেশপ্রিয় পার্কে যাত্রিবাহী গাড়ির গতি বাড়ানোর ব্যবস্থার পরীক্ষা-নিরীক্ষা পরিদর্শনে গিয়ে এমনই জানালেন ডিসি (ট্র্যাফিক) সুমিত কুমার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৮ ০১:৫১
Share:

রাজ্যের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা এ বার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন কলকাতা পুলিশে। মঙ্গলবার দেশপ্রিয় পার্কে যাত্রিবাহী গাড়ির গতি বাড়ানোর ব্যবস্থার পরীক্ষা-নিরীক্ষা পরিদর্শনে গিয়ে এমনই জানালেন ডিসি (ট্র্যাফিক) সুমিত কুমার।

Advertisement

সুমিতবাবু জানান, খড়্গপুর আইআইটি, শিবপুর আইআইইএসটি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যেই বহু আবেদনপত্র জমা পড়েছে। ডিসি বলেন, ‘‘কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ভাবে আমাদের যে সমস্যাগুলি হচ্ছে, কী ভাবে সেগুলির সমাধান করা যায় তা বলতে পারবেন ওই পড়ুয়ারা। পাশাপাশি তাঁরা হাতেকলমে কাজ শেখারও সুযোগ পাবেন।’’ দু’মাসের এই ইন্টার্নশিপে ট্র্যাফিক, এসটিএফ, গোয়েন্দা বিভাগ-সহ আরও কিছু বিভাগে কাজের সুযোগ মিলবে পড়ুয়াদের।

কী কাজ করবেন ওই পড়ুয়ারা?

Advertisement

এক পুলিশকর্তা বলেন, ‘‘চোর ধরতে যাবেন না। রাস্তায় দাঁড়িয়ে আইন না মানার জন্য গাড়ি জরিমানা করবেন না।’’ তিনি জানান, ওই পড়ুয়ারা যে কাজ করবেন, তার পুরোটাই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে করতে হবে। উদাহরণ দিয়ে ওই কর্তা জানান, কোনও অপরাধীকে ধরতে হয়তো কম্পিউটারে বিশেষ কোনও কাজ করতে হবে। কিন্তু সেটি করার কিছু সমস্যা হচ্ছে। তখন ওই পড়ুয়া, সেই কাজটি কী ভাবে করতে হবে তা সহজেই দেখিয়ে দিতে পারবেন। অথবা সিগন্যালে কয়েক ঘণ্টা থেকে ওই পড়ুয়া বুঝতে পারবেন বৈজ্ঞানিক ভাবে কী ভাবে সিগন্যালটি আরও উন্নত করা যায় বা ওই এলাকার ট্র্যাফিক কী ভাবে উন্নত করা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন