নেত্রীর পুরনো ছবি পোস্ট, বিড়ম্বনা তৃণমূলে

এ বছর ফেব্রুয়ারিতে দুর্গাপুরে দলের সম্মেলনে দেখা যায়, তোরণ থেকে মঞ্চ, সর্বত্র শোভা পাচ্ছে পুরনো ছবিই। এই নিয়ে অস্বস্তিতেও পড়তে হয় পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বকে।

Advertisement

সুব্রত সীট

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৮ ০৩:৩৬
Share:

কয়েক মাস আগের কথা। বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে নিজের পুরনো ছবি দেখে কিঞ্চিত অনুযোগের সুরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘আমার এই ছবি রেখেছেন কেন? আমি কি এত মোটা!’’

Advertisement

এর পরেই পার্থবাবুর নির্দেশে ছবি বদলায় সব দফতরে। কোন ছবি ব্যবহার করা হবে, তার নমুনাও প্রকাশ করা হয়। সেই মতো সরকারি বদফতরগুলি তো বটেই, বিভিন্ন পার্টি অফিসেও তৃণমূল নেত্রীর ছবি বদলেছে। বদলায়নি দুই বর্ধমানের কয়েকটি স্থানীয় কার্যালয়ে। এমনকী, দলীয় সম্মেলনেও। আর তাতেই উঠেছে প্রশ্ন।

এ বছর ফেব্রুয়ারিতে দুর্গাপুরে দলের সম্মেলনে দেখা যায়, তোরণ থেকে মঞ্চ, সর্বত্র শোভা পাচ্ছে পুরনো ছবিই। এই নিয়ে অস্বস্তিতেও পড়তে হয় পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বকে। এ বার পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই দলের প্রার্থীদের ভোট দেওয়ার আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় দলনেত্রীর ছবি-সহ পোস্ট করছেন তৃণমূলের নেতা-কর্মী। কিন্তু বেশ কিছু পোস্টে রয়েছে সেই পুরনো ছবি। দুর্গাপুর-ফরিদপুর পঞ্চায়েত সমিতির এক সদস্য মমতার ছবি দিয়ে দলের প্রার্থীদের জেতানোর আর্জি জানিয়েছেন। সেই ছবিটিও পুরনো। তাঁর সেই বার্তা ‘শেয়ার’ করেন অনেকে। ওই সদস্যের অবশ্য দাবি, তিনি নেত্রীর বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন, যার মধ্যে নতুন ছবিও রয়েছে।

Advertisement

আরও পড়ুন: কিছুই রাখছে না! রাজভবনে অধীর, কমিশনে রবীনেরা

প্রশ্ন ওঠায় তৃণমূল নেতৃত্ব বিড়ম্বনায় পড়েছেন। দলের জেলা সভাপতি ভি শিবদাসন বলেন, ‘‘বহু জায়গায় পুরনো ছবি দেখা যাচ্ছে। নেত্রীর এখনকার ছবি ব্যবহার করতে বলেছি সবাইকে।’’

তৃণমূল কর্মীদের একাংশের দাবি, নেত্রীর এখনকার ছবি সে ভাবে কোথাও বিক্রি হয় না। যা পাওয়া যায়, তার সবই পুরনো ছবি। তাই সমস্যা। অনেক নেতার পাল্টা দাবি, ইন্টারনেটে সহজেই মমতার সাম্প্রতিক ছবি মেলে। তবু কর্মী-সমর্থকেরা পুরনো ছবিই ব্যবহার করেন। পোস্টার-ব্যানারে দলনেত্রীর নির্দিষ্ট ছবি ব্যবহারের বার্তা নিচুতলা পর্যন্ত দেওয়া হয়েছে। দলের এক জেলা নেতার কথায়, ‘‘আসলে সোশ্যাল মিডিয়ার দিকে তেমন নজর দেওয়া হয়নি। সেই ফাঁক গলেই হয়তো...।’’ তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় কিন্তু বলে দিচ্ছেন, ‘‘নেত্রীর ছবি নির্দেশ অনুযায়ী ব্যবহার করতে হবে। ইচ্ছেমতো করা চলবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement