Cyber Crime

স্কুলে স্কুলে সাইবার সতর্কতা

সাইবার অপরাধ সম্পর্কে সকলকে সচেতন করতে উদ্যোগী হচ্ছে স্কুলশিক্ষা দফতর। কলকাতায় কর্মশালা হয়েছে। এ বার জেলায় কর্মশালা করতে চাইছে ওই দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০১৮ ০১:৩৮
Share:

সাইবার অপরাধ সম্পর্কে সকলকে সচেতন করতে উদ্যোগী হচ্ছে স্কুলশিক্ষা দফতর।

নবীন থেকে প্রবীণ, অধিকাংশের কাছেই সোশ্যাল মিডিয়া এখন বেশ জনপ্রিয়। কিন্তু অনেক সময়েই এর ক্ষতিকর প্রভাব পড়ে শিক্ষক-শিক্ষিকা, স্কুলপড়ুয়াদের উপরেও। তাই সাইবার অপরাধ সম্পর্কে সকলকে সচেতন করতে উদ্যোগী হচ্ছে স্কুলশিক্ষা দফতর। কলকাতায় কর্মশালা হয়েছে। এ বার জেলায় কর্মশালা করতে চাইছে ওই দফতর।

Advertisement

প্রাথমিক ভাবে সাইবার দুনিয়া সম্পর্কে সতর্ক থাকার জন্য স্কুলশিক্ষা দফতরের ওয়েবসাইটে বেশ কয়েক দফা পরামর্শ দেওয়া হয়েছে। বিকাশ ভবনের এক কর্তা জানান, সাইবার অপরাধ থেকে কী ভাবে বাঁচতে হয়, কর্মশালায় তার প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে বিভিন্ন মারণ খেলায় জড়িয়ে পড়ার প্রবণতা থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করার জন্য খুঁটিনাটি জানা প্রয়োজন। জেলার বাছাই করা কয়েকটি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া নিয়ে এক-একটি দল গড়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে সেই দলের সদস্যেরাই গোটা জেলায় শিক্ষক-পড়ুয়াদের সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করবেন। স্কুলশিক্ষা দফতরের এক কর্তা বলেন, ‘‘শুধু শিক্ষক-পড়ুয়া নয়, সচেতন হতে হবে অভিভাবকদেরও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন