জোশীর বদলে বাংলায় রাহুলের দূত গৌরব

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজস্থানের নেতা সি পি জোশীর জায়গায় ওই দায়িত্ব দেওয়া হল অসমের কলিয়াবরের তরুণ সাংসদ গৌরব গগৈকে। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র গৌরব এক দিকে যেমন বয়সে তরুণ, তেমনই রাহুলের নিজস্ব আস্থা-বলয়ের এক জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা ও গুয়াহাটি শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ০৫:৩৪
Share:

সি পি জোশীর জায়গায় বাংলায় কংগ্রেসের পর্যবেক্ষক হলেন অসমের কলিয়াবরের তরুণ সাংসদ গৌরব গগৈ।

লোকসভা নির্বাচনের আগের বছরে বাংলায় কংগ্রেসের পর্যবেক্ষক বদল করলেন রাহুল গাঁধী। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজস্থানের নেতা সি পি জোশীর জায়গায় ওই দায়িত্ব দেওয়া হল অসমের কলিয়াবরের তরুণ সাংসদ গৌরব গগৈকে। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র গৌরব এক দিকে যেমন বয়সে তরুণ, তেমনই রাহুলের নিজস্ব আস্থা-বলয়ের এক জন। গৌরবকে পর্যবেক্ষক করে কংগ্রেস সভাপতি তরুণ মুখকে দায়িত্বে তুলে আনার পাশাপাশিই বাংলায় দলের উপরে নিজের রাশ শক্ত করলেন বলেই দলীয় সূত্রের ব্যাখ্যা।

Advertisement

জোশীর নিজের রাজ্য রাজস্থানে এখন বিধানসভা ভোট আসন্ন। তাঁর পরিবর্তে বাংলার পাশাপাশি আন্দামান ও নিকোবরের দায়িত্বও সামলাবেন গৌরব। তথ্য বলছে, জোশী দায়িত্বে থাকাকালীন একের পর এক রাজ্যে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। বিহারে ধাক্কা খেয়েছে, বাংলায় দল ক্ষয়িষ্ণু হয়েছে। এ রাজ্যে মানস ভুঁইয়ার মতো নেতাকে কোণঠাসা করে দল ছাড়ার দিকে এগিয়ে দেওয়ার পিছনে জোশীর ভূমিকার দিকে আঙুল তোলেন কংগ্রেসের অনেকেই। উত্তর-পূর্বের কংগ্রেস নেতারা জোশীর বিরুদ্ধে প্রকাশ্যেই সরব, নানা সময়ে তাঁরা বিক্ষোভও করেছেন। অসমে জোশী দায়িত্বে থাকার সময়ে গগৈ সরকারের পতন হয়েছে। মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়ে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। বাকি রয়েছে শুধু মিজোরাম। জোশী দায়িত্বপ্রাপ্ত রাজ্যে পর্যাপ্ত সময় দেন না এবং দলে বিভাজন বাড়ানোয় মদত দেন বলে অভিযোগ রয়েছে কংগ্রেসের অন্দরেই। উত্তর-পূর্বেও দায়িত্ব বদল হবে বলে আশা ছিল কংগ্রেসের একাংশের। কিন্তু রবিবার অন্তত তেমন কিছু ঘটেনি।

নতুন দায়িত্ব পাওয়ার পরে গৌরব বলেছেন, ‘‘দলের কাজ করার এই সুযোগ দেওয়ার জন্য রাহুলজি’কে ধন্যবাদ। জোশীজি’র অভিজ্ঞতাও কাজে লাগবে।’’ অন্যান্য রাজ্যে যাঁরা এআইসিসি-র দায়িত্ব সামলাচ্ছেন, তাঁদের পরামর্শও তিনি সাধ্যমতো নেওয়ার চেষ্টা করবেন। জোশী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গৌরবকে। বাংলার কংগ্রেস নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতাও ব্যক্ত করেছেন। আর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, ‘‘কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী নতুন পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। এআইসিসি নেতৃত্বের নির্দেশিকা মেনেই প্রদেশ কংগ্রেসকে চলতে হয়।’’ রাজ্যের কংগ্রেস নেতাদের বড় অংশই অবশ্য মনে করেন, দল বাঁচাতে নিজেদের লড়াই নিজেদেরই লড়়তে হবে। পর্যবেক্ষক কে হলেন, তাতে বিরাট কিছু এসে যাবে না।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন