লক্ষ্যভ্রষ্ট গুলি, জখম তৃণমূল নেতার মা

বছর পঞ্চান্নর সাহিদা বিবিকে ওই রাতেই প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে ভর্তি করানো হয় কলকাতার একটি নার্সিংহোমে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৮ ০৩:৩৩
Share:

হামলার আশঙ্কায় ভুগছিলেন হিঙ্গলগঞ্জের তৃণমূল নেতা জয়নাল আবেদিন গাজি। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির জানলা থেকে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হলেন জয়নালের মা সাহিদা বিবি! জয়নালের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করতে এসে ভুল করে মাকে গুলি করে বসে। বিজেপি অভিযোগ মানেনি। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। চার জনকে আটক করা হয়েছে।

Advertisement

বছর পঞ্চান্নর সাহিদা বিবিকে ওই রাতেই প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে ভর্তি করানো হয় কলকাতার একটি নার্সিংহোমে। সেখানে অস্ত্রোপচার করে বুক থেকে তাঁর গুলি বের করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ওই ব্লকের সান্ডেলের বিল পঞ্চায়েতের ভেটকিয়া গ্রামে জয়নালের বাড়ি। তিনি ওই পঞ্চায়েতের সদস্যও। জয়নালের অভিযোগ, প্রার্থী না-হওয়ার জন্য কয়েকদিন ধরেই বিজেপির কয়েকজন নেতা-কর্মী তাঁকে হুমকি দিচ্ছিল। বৃহস্পতিবার সকালে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়ির সামনে হুমকি দিয়ে যায়।

Advertisement

যে ঘরে জয়নাল সাধারণত ঘুমোন, বৃহস্পতিবার রাতে সেই ঘরে তিনি ছিলেন না। তাঁর মা সাহিদা বিবি নাতিকে নিয়ে সেই ঘরে ঘুমোচ্ছিলেন। জয়নাল ছিলেন অন্য ঘরে। কয়েকজন দুষ্কৃতী মোটরবাইকে করে এসে সাহিদা যে ঘরে ঘুমোচ্ছিলেন, সেই ঘরের খোলা জানলা দিয়ে চার রাউন্ড গুলি চালায়। বিজেপির বসিরহাট জেলার সভাপতি হাজারিলাল সরকারের দাবি, ‘‘নিজেদের দলীয় কোন্দলের জন্যই গুলি চলেছে তৃণমূল নেতার বাড়িতে। বিজেপির উপর মিথ্যা অভিযোগ আনা হছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement