একই লাইনে দুই ট্রেন, রক্ষা কোনওমতে

বৃহস্পতিবার কল্যাণী স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে আপ ট্রেনের চালক দেখতে পান, মাত্র ৩০ মিটার দূরে একই লাইনে দাঁড়িয়ে রয়েছে ডাউন ট্রেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কল্যাণী শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ০৩:৪৪
Share:

এক চুলের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুই ট্রেন। আপ কল্যাণী সীমান্ত লোকাল ও ডাউন কল্যাণী সীমান্ত লোকাল।

Advertisement

বৃহস্পতিবার কল্যাণী স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে আপ ট্রেনের চালক দেখতে পান, মাত্র ৩০ মিটার দূরে একই লাইনে দাঁড়িয়ে রয়েছে ডাউন ট্রেন। দ্রুত ইমার্জেন্সি ব্রেক চাপলেন তিনি। ঝাঁকুনি দিয়ে চাকা ঘষে দাঁড়াল ট্রেন। অফিসফেরত যাত্রী বোঝাই ট্রেন কোনওরকমে বড় ক্ষতি এড়াল।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে সিগন্যাল ম্যান ট্রেন চিনতে ভুল করেছিলেন। তিনি ভেবেছিলেন, আপ শান্তিপুর লোকাল স্টেশনে ঢুকছে, কিন্তু ঢুকছিল আপ কল্যাণী সীমান্ত লোকাল। শান্তিপুর লোকালকে সিগন্যাল দেওয়ার কথা ১ নম্বরে। তাতেও ভুল করেন সিগন্যাল ম্যান। সিগন্যাল দিয়ে ফেলেন ৪ নম্বর প্ল্যাটফর্মে। এতেই প্রায় দুর্ঘটনার মতো পরিস্থিতি তৈরি হয়।

Advertisement

রেল সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০মিনিটে আপ কল্যাণী লোকাল শিয়ালদহ থেকে যাত্রা শুরু করে। সাড়ে আটটা নাগাদ তা কল্যাণী পৌঁছয়। ৪ নম্বর প্ল্যাটফর্মে তখন দাঁড়িয়ে ডাউন কল্যাণী সীমান্ত লোকাল। ভুল করে সেই লাইনেই সিগন্যাল পায় আপ ট্রেন। প্ল্যাটফর্মের প্রায় ৩০ মিটার আগে রেলগেট পড়ে। সেখানে ট্রেনের গতি সামান্য কমে যায়। দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার সেটাও একটি কারণ বলে মনে করছেন রেল কর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,
ভর সন্ধ্যাবেলা প্ল্যাটফর্মে অফিসযাত্রীদের ভিড় ছিল। দুই ট্রেনকে এক লাইনে কাছাকাছি আসতে দেখে অনেকেই আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠেন। ট্রেন ঝাঁকুনি মেরে থামতে ভয়ের চোটে আপ ট্রেনের যাত্রীদের অনেকে লাফ দিয়ে প্ল্যাটফর্মে নেমেও পড়েন। কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন