রাহুলের কাছে নত হব না: মমতা

আঞ্চলিক দলগুলিকে নিয়ে প্রস্তাবিত ফেডারাল ফ্রন্টে কংগ্রেস থাকতেই পারে। তবে তার জন্য রাহুল গাঁধীর কাছে তিনি ‘নতজানু’ হবেন না বলেও জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০১৮ ১২:৫২
Share:

আঞ্চলিক দলগুলিকে নিয়ে প্রস্তাবিত ফেডারাল ফ্রন্টে কংগ্রেস থাকতেই পারে। তবে তার জন্য রাহুল গাঁধীর কাছে তিনি ‘নতজানু’ হবেন না বলেও জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেলে মমতা বলেন, ‘‘কেউ কেউ চায় আমি রাহুলের পায়ে পড়ি। ওটা পারব না। পড়তে হলে মানুষের পায়ে পড়ব।’’

Advertisement

এ দিন আরও একবার তাঁর আগে বলা কৌশলের ব্যাখ্যা দিয়ে মমতা বলেন, ‘‘কংগ্রেসকে সব রাজ্যেই লড়তে হবে কেন? তারা তো সর্বত্র একই রকম শক্তিশালী নয়। ফেডারাল ফ্রন্টে এলে একের বিরুদ্ধে এক— এই ফর্মুলা মেনে নিতে হবে। যে রাজ্যে যে বেশি শক্তিশালী, সে লড়বে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement