মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল ছবি।
অসংগঠিত ক্ষেত্রের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন শিল্পে গোটা দেশের মধ্যে আবার শীর্ষস্থান দখল করেছে বাংলা। কেন্দ্রীয় রিপোর্ট দেখিয়ে নিজের এক্স হ্যান্ডলে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ‘ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস’ একটি সমীক্ষা করেছে। দেশের অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার উপর করা সেই বার্ষিক সমীক্ষায় ছোট-মাঝারি উৎপাদন শিল্পে বাংলাই শীর্ষে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতার বক্তব্য, সমীক্ষার রিপোর্ট বলছে, অসংগঠিত ক্ষেত্রের ছোট-মাঝারি উৎপাদন শিল্পে গোটা দেশে বাংলার অবদানই সবচেয়ে বেশি। মোট উৎপাদিত পণ্যের ১৬.০২ শতাংশ আসে বাংলা থেকে। যা দেশের মধ্যে সর্বোচ্চ। শুধু উৎপাদন শিল্পেই নয়, ‘অন্যান্য পরিষেবা’তেও বাংলা প্রথমে (১৩.০৯ শতাংশ)। শুধু তা-ই নয়, উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত সংস্থায় শ্রমিকদের অংশগ্রহণেও বাংলা শীর্ষে। রাজ্যে শ্রমিকদের অংশগ্রহণের হার ১৩.৮১ শতাংশ, যা গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি।
কেন্দ্রীয় রিপোর্ট উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অসংগঠিত ক্ষেত্রের ছোট-মাঝারি শিল্পে মহিলা চালিত সংস্থার সংখ্যাও বাংলায় সবচেয়ে বেশি (৩৬.৪ শতাংশ)। শুধু তা-ই নয়, অসংগঠিত ক্ষেত্রে মহিলা শ্রমিকদের অংশগ্রহণও সবচেয়ে বেশি এ রাজ্যে (১২.৭৩ শতাংশ)।