পুলিশ পেটানোয় সমর্থন দিলীপের

সোমবার মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভার সময়ে কিছু বিজেপি কর্মী পুলিশের উপর চড়াও হয়েছিল। রাস্তার উপর তারা পুলিশকে কিল, চড় থেকে শুরু করে মাটিতে ফেলে পেটায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ০৪:৩৩
Share:

ফাইল চিত্র।

মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভাস্থলের কাছে পুলিশের উপর দলের কর্মীদের হামলায় অন্যায় দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বরং পুলিশ বিজেপি কর্মীদের বাস আটকে রেখেছিল বলে মঙ্গলবার অভিযোগ তুললেন তিনি।

Advertisement

সোমবার মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভার সময়ে কিছু বিজেপি কর্মী পুলিশের উপর চড়াও হয়েছিল। রাস্তার উপর তারা পুলিশকে কিল, চড় থেকে শুরু করে মাটিতে ফেলে পেটায়। সে প্রসঙ্গে মঙ্গলবার দিলীপবাবু উত্তর ২৪ পরগনার বাগদায় পুলিশেরই ভূমিকার সমালোচনা করে হুমকি দেন, ‘‘পুলিশের সাবধান থাকা উচিত ছিল। পুলিশ ভেবেছিল তৃণমূল যেমন বলেছে তেমন কাজ করবে। বিজেপিকে চমকানোর চেষ্টা করলে এমন ঘটনাই ঘটবে।’’ তাঁর অভিযোগ, পুলিশ চারশো বাস আটকে রেখেছিল।

রাজ্য প্রশাসন অবশ্য পুলিশ পেটানোর ঘটনা সম্পর্কে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বলে নবান্ন সূত্রের খবর। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়েরও বক্তব্য, ‘‘এটা প্রশাসনিক বিষয়। এ ব্যাপারে কোনও মন্তব্য করব না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement