Heavy Rainfall in Kolkata

আর একটু বর্ষালেই ‘মেঘভাঙা বৃষ্টি’ বলা যেত, জানাল হাওয়া অফিস! আরও দুর্যোগের শঙ্কা আছে? আলিপুরের পূর্বাভাস কী

বৃহস্পতিবার উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার অন্ধ্র এবং ওড়িশা উপকূলের মধ্যবর্তী কোনও স্থানে পৌঁছোতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৮
Share:

রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। —নিজস্ব চিত্র।

রাতভর প্রবল বৃষ্টিতে কার্যত হাবুডুবু খাচ্ছে শহর কলকাতা। অনেকেই দাবি করছেন, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে মেঘভাঙা বৃষ্টি (ক্লাউডবার্স্ট) হয়েছে কলকাতায়। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, মেঘভাঙা বৃষ্টি হয়নি কলকাতায়। একই সঙ্গে জানানো হয়েছে, এক ঘণ্টায় ২ মিলিমিটার বেশি বৃষ্টি হলেই এই প্রবল বর্ষণকে মেঘভাঙা বৃষ্টি বলা যেত।

Advertisement

সাধারণত ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে তাকে মেঘভাঙা বৃষ্টি বলা হয়। কলকাতায় রাত ৩টে থেকে ভোর ৪টের মধ্যে, এক ঘণ্টায় ৯৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ, আর ২ মিলিমিটার বৃষ্টি হলেই ভূগোলের পরিভাষায় এটিকে মেঘভাঙা বৃষ্টি বলা যেত। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২৫১.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাত আড়াইটে থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত ১৮৫.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলের উপর অবস্থান করছিল। তা ছাড়া একই সময়ে ওই এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটার স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এই দুইয়ের জেরেই রাতভর কলকাতায় এত প্রবল বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তা ছাড়া বৃহস্পতিবার উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার অন্ধ্র এবং ওড়িশা উপকূলের মধ্যবর্তী কোনও স্থানে পৌঁছোতে পারে। এর প্রভাবে আপাতত কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

Advertisement

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতায়। এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়া জেলার বিস্তীর্ণ অংশেও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বুধবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কোনও কোনও অংশে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকায়। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার এবং সোমবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সমুদ্র উত্তাল থাকার কারণে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত কলকাতায় খানিক অস্বাভাবিক বৃষ্টিই হয়েছে। তবে এই ঘটনা নজিরবিহীন নয় বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, ২০০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস ছিলই। কিন্তু গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২৫১.৪ মিলিমিটার (অতি ভারী) বৃষ্টি হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement