DRIVING LICENCE

ফাঁক গলে অনলাইনে শিক্ষানবিশ লাইসেন্স, দাবি কড়া ব্যবস্থার

লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সরল করার পাশাপাশি এ নিয়ে দুর্নীতি রোখা ওই ব্যবস্থার উদ্দেশ্য হলেও বাস্তবে তা কতটা সম্ভব হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ০৯:৪৪
Share:

বাংলাদেশি নাগরিকের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পরে এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। —প্রতীকী চিত্র।

গাড়ি চালানোর জন্য অনলাইনে শিক্ষানবিশ (লার্নার) লাইসেন্সের আবেদন জানানোর সুযোগ কাজে লাগিয়ে একাধিক জালিয়াতির ঘটনা ঘটছে বলে জানাচ্ছেন পরিবহণ দফতরের আধিকারিকেরা। লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সরল করার পাশাপাশি এ নিয়ে দুর্নীতি রোখা ওই ব্যবস্থার উদ্দেশ্য হলেও বাস্তবে তা কতটা সম্ভব হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি আধার কার্ড ব্যবহার করে কসবায় পরিবহণ দফতরের আঞ্চলিক কার্যালয় থেকে এক বাংলাদেশি নাগরিকের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পরে এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

পরিবহণ দফতর সূত্রের খবর, অনলাইনে লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্সের আবেদন করার জন্য সচিত্র পরিচয়পত্র হিসেবে আধার কার্ড লাগে। ওই ব্যবস্থায় মুখের ছবি মিলে গেলেই নির্দিষ্ট সফটওয়্যারে অনলাইনে পরীক্ষার প্রশ্নপত্র খুলে যায়। ওই পরীক্ষাও আবেদনকারীর হয়ে অন্য কেউ দিয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে মূলত বিভিন্ন ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল এবং দালাল-চক্রের দিকে অভিযোগ উঠছে। ন্যূনতম পড়াশোনা না শিখেও ওই ব্যবস্থায় পরীক্ষায় পাশ করে অনেকেই গাড়ির চালক হয়ে উঠছেন বলে অভিযোগ।

এ ছাড়াও, বিশেষ ভাবে সক্ষমদের ক্ষেত্রে সরকার যে ভাবে আলাদা লাইসেন্স মঞ্জুর করে, প্রায়ই তা এড়িয়ে সাধারণ লাইসেন্স নেওয়ার প্রবণতা বাড়ছে বলেও পরিবহণ দফতর সূত্রের খবর। হাত, পা ছাড়াও চোখের সমস্যা আছে, এমন অনেকেই অনলাইন পরীক্ষা এড়িয়ে শিক্ষানবিশ লাইসেন্স নেওয়ার ব্যবস্থা করছেন বলে অভিযোগ। ওই সব ক্ষেত্রে আবেদনকারীর পরিচয়পত্র ও শারীরিক অবস্থা খুঁটিয়ে না দেখেই অনুমোদন দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সমস্যা মেটাতে ওই ব্যবস্থার উপরে কড়া নজরদারির পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন চালকদেরই একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন