এ কোন উলটপূরাণ!
স্বামী কাউকে ধর্ষণ করছেন আর তাতে সাহায্য করছেন তাঁর স্ত্রী?
স্বামীর ধর্ষণের ভিডিও মোবাইলে তুলে সেই ভিডিও দেখিয়ে ধর্ষিতা মহিলাকে ব্ল্যাকমেল করে টাকা জোগাড়ের ফন্দি এঁটেছিল হাবড়ার ফুলতলা এলাকার বাসিন্দা সুভাষ পাল ও কৃষ্ণা পাল নামের এক দম্পতি।
রবিবার রাতে ওই দম্পতিকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। সোমবার তাঁদের আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
ঘটনাটি ঘটে গত বছরের ২৭ অক্টোবর। ওই দিন দুপুরে অভিযুক্ত দম্পতির বাড়িতে যান ওই মহিলা। এর পরেই সুভাষবাবু তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। সেই সময় কাজলদেবী ধর্ষণের ভিডিও ফুটেজ তুলে রাখেন। পরে সেই ফুটেজ দেখিয়ে ধর্ষিতা ওই মহিলাকে ব্ল্যাকমেল করতে থাকেন ওই দম্পতি। মোটা অঙ্কের টাকাও দাবি করেন। টাকা না দিলে বা কোনও ভাবে পুলিশে খবর দেওয়ার চেষ্টা করলে ওই ফুটেজ ইউ- টিউবে ছেড়ে দেওয়ারও হুমকি দেন তাঁরা।
আরও পড়ুন- মুকুলদা এত কাঁচা-টাকা রাখতে সাহস করেন না
পুলিশ সূত্রের খবর, হাবড়ায় সেলাইয়ের কাজ করতেন অভিযুক্ত ওই দম্পতি। তাঁদের কাছে সেলাইয়ের কাজ শিখতে আসেন অশোকনগরের ওই মহিলা। তাঁর স্বামী কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন। সুভাষ ও কাজল দু’জনে মিলে ওই মহিলাকে ফাঁসিয়ে টাকা রোজগারের ফন্দি আঁটেন।
এর পর ওই মহিলার স্বামী মুম্বই থেকে ফিরলে স্বামীর কাছে সব কথা খুলে বলেন নিগৃহীতা ওই মহিলা। গতকাল রাতেই তাঁরা হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ গ্রেফতার করে সুভাষ-কাজলকে। জেরার সামনে এই দুষ্কর্মের কথা স্বীকারও করে নেন ওই দম্পতি। জানান, টাকার লোভেই এমনটা করেছিলেন তাঁরা। সোমবার ধর্ষিতা ওই মহিলার শারীরিক পরীক্ষার জন্য হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।