Anubrata Mandal

বিশ্বভারতীতে ঢুকে পতাকা টাঙিয়ে দেব, অমিত-সফরের পরেই হুঁশিয়ারি অনুব্রতর

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও গেরুয়াবাহিনীকে বিশ্বভারতীতে ঢুকতে দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সোমবার তাঁকেও একহাত নেন অনুব্রত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ২১:৫৮
Share:

অমিত শাহের সভার পরেই হুঁশিয়ারি অনুব্রতর। —ফাইল চিত্র।

বিধানসভা নির্বাচনের আগে এ বার বিশ্বভারতী নিয়ে সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপি। ঐতিহ্যের বিশ্বভারতীতে অমিত শাহ ও বিজেপি নেতৃত্বের ‘গেরুয়া অভিযান’ নিয়ে বিতর্কের মধ্যেই রবীন্দ্রনাথের গড়া প্রতিষ্ঠানে জোড়াফুল পতাকা টাঙানোর হুঁশিয়ারি দিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর বক্তব্য, ‘‘এতদিন বিশ্বভারতী নিয়ে রাজনীতি করিনি। এ বার আর হাত গুটিয়ে বসে থাকব না।’’

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও গেরুয়াবাহিনীকে বিশ্বভারতীতে ঢুকতে দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সোমবার তাঁকেও একহাত নেন অনুব্রত। তিনি বলেন, ‘‘উপাচার্য পদে থেকে উনি যদি যা খুশি করেন, বিশ্ববিদ্যালয়ে বিজেপিকে নিয়ে যদি পাগলামিতে শামিল হন, ছেড়ে কথা বলব না। বিশ্বভারতীতে ঢুকে তৃণমূলের পতাকা টাঙিয়ে দেব। এত দিন বিশ্বভারতী নিয়ে মাথা ঘামাইনি আমরা। রাজনীতি করিনি। এ বার বিশ্বভারতী নিয়ে আমরাও সক্রিয় রাজনীতি করব।’’

অমিতের পথসভার পাল্টা আগামী ২৯ ডিসেম্বর, মঙ্গলবার বোলপুরে পথসভার আয়োজন করেছে তৃণমূল। তাতে নেতৃত্ব দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঠিক হয়েছে, রবিবার যে পথে অমিতের পথসভা এগিয়েছিল, সেই পথেই বোলপুরের ডাকবাংলো ময়দান থেকে চৌরাস্তা পর্যন্ত মমতার নেতৃত্বে তৃণমূলের পথসভা হবে। সেখানে ১ হাজার বাউল অংশ নেবেন বলে জানিয়েছেন অনুব্রত। তাঁর যুক্তি বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজন নিয়ে ঢাকঢোল পিটিয়েছিলেন অমিত, তার পাল্টা ১ হাজার বাউলকে নিয়ে পথে নামবেন তাঁরা। এমনকি যে বাসুদেব বাউলের বাড়িতে পাতপেড়ে খেয়েছিলেন বিজেপি নেতৃত্ব, তাঁকেও মিছিলে দেখা যেতে পারে বলে জানিয়েছেন অনুব্রত।

Advertisement

আরও পড়ুন: কিসান নিধি প্রকল্পের টাকা চাইলেন মমতা, ‘কাটমানি’-র ছুতো, কটাক্ষ বিজেপির​

আরও পড়ুন: অমিত-সফর শেষে বিতর্কিত পোস্ট, ‘অনুপম-কথায়’ নাজেহাল বিজেপি​

সম্প্রতি বঙ্গসফরের দ্বিতীয় দিনে বোলপুরে পথসভা করেন অমিত। অনুব্রতর গড়ে দাঁড়িয়েই তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অমিত। ভোটযুদ্ধে ১ ইঞ্চি জমিও ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।তাতেই গেরুয়া শিবিরকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অনুব্রত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন