Cooch Behar Murder

আড়াই বছরের মেয়েকে গলা টিপে মেরে আত্মহত্যার চেষ্টা! কোচবিহারের ছেলের আর্তনাদে ছুটে গেলেন গ্রামবাসীরা

স্বামীর সঙ্গে ঝগড়ার সময় স্ত্রী হুমকি দিয়েছিলেন, ‘‘বা়ড়ি ফিরে মরা মুখ দেখবে।’’ সেইমতো আত্মহত্যাও করতে গিয়েছিলেন মহিলা। কিন্তু তার আগে নিজের আড়াই বছরের মেয়েকে গলা টিপে খুনও করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১৯:২৪
Share:

—নিজস্ব চিত্র।

স্বামীর সঙ্গে ঝগড়ার সময় স্ত্রী হুমকি দিয়েছিলেন, ‘‘বা়ড়ি ফিরে মরা মুখ দেখবে।’’ সেইমতো আত্মহত্যাও করতে গিয়েছিলেন মহিলা। কিন্তু তার আগে নিজের আড়াই বছরের মেয়েকে গলা টিপে খুনও করেছেন।

Advertisement

বৃহস্পতিবার কোচবিহারের দিনহাটা ২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর জায়গীর বালাবারির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মেয়েকে খুনে অভিযুক্ত ওই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সকালে স্বামীর সঙ্গে ঝামেলা হয়েছিল ওই মহিলা। এর পরেই নিজের মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গলায় ফাঁস দিয়ে মা আত্মহত্যা করছেন দেখে আর্তনাদ করে ওঠে ছেলে। তা শুনেই ছুটে যান প্রতিবেশীরা। তাঁরা মহিলাকে সেখান থেকে সরিয়ে পুলিশে খবর দেন। সাহেবগঞ্জ থানার পুলিশ এসে মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

পড়শি নুরুল খন্দকার বলেন, ‘‘স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। স্ত্রী হুমকি দিয়েছিল, স্বামী কাজ থেকে বাড়ি ফিরে তাদের লাশ দেখবে! এর পরেই মহিলা মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা করে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement