চোর-তরজা মমতা ও মুকুলের

তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া মুকুল এখনও নানা ভাবে তৃণমূল ভাঙানোর চেষ্টা করছেন বলে মমতার অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০২
Share:

গদ্দার তো বলেইছেন, নাম না করে এ বার তৃণমূল নেত্রী চোরও বললেন তাঁর দলের প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে।

Advertisement

তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া মুকুল এখনও নানা ভাবে তৃণমূল ভাঙানোর চেষ্টা করছেন বলে মমতার অভিযোগ। ডুমুরজলা স্টেডিয়ামে ছাত্র-যুব সম্মেলনে মমতার অভিযোগ, ‘‘লুকিয়ে লুকিয়ে কাউকে কাউকে ফোন করে জানি। টাকার লোভ দেখায়। এত চোর হয়ে গিয়েছে! আমার ধারণা ছিল না যে ও এত চোর!’’ অথচ বছর তিনেক আগে সারদা-কাণ্ড প্রকাশ্যে আসার পরে এই নেত্রীই দলীয় জনসভায় মুকুলের পাশে দাঁড়িয়ে সাফাই দিয়েছিলেন, ‘‘কুণাল চোর, মদন চোর, টুম্পাই চোর, মুকুল চোর, আমি চোর!’’ তখন তাঁর পাশে দাঁড়ালেও এখন তাঁকে ‘চোর’ বলায় মুকুলের বক্তব্য, ‘‘আমি চোর, প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। যাঁকে সততার প্রতীক বলে জানতাম, তিনি বাংলার এমন সর্বনাশ করে ছাড়বেন, এটাও আমার ধারণা ছিল না!’’ মীরজাফরের সঙ্গে তুলনা করে বারবার কর্মীদের মুকুলের থেকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মমতা। মুকুল দল ছাড়ায় তৃণমূল বেঁচে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement