State news

হামলার জের, এক্স ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হচ্ছে বিজেপির জয় বন্দ্যোপাধ্যায়কে

তাঁকে এক্স ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে।দিলীপ ঘোষ, মুকুল রায় এবং রাহুল সিংহ—রাজ্যের এই তিন শীর্ষ স্থানীয় বিজেপি নেতার পর জয় বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮ ১৩:১৪
Share:

বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।

পরপর হামলার জেরে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হল বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়কে।তাঁকে এক্স ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে।দিলীপ ঘোষ, মুকুল রায় এবং রাহুল সিংহ—রাজ্যের এই তিন শীর্ষ স্থানীয় বিজেপি নেতার পর জয় বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে।

Advertisement

নিরাপত্তা পাওয়ার পর জয়ের বাড়িতে সব সময়ের জন্য তিনজন সিআইএসএফ জওয়ান মোতায়েন থাকবেন। জয়বাড়ির বাইরে কোথাও গেলে নিরাপত্তার জন্য তাঁর গাড়িতে থাকবেন দু’জন সিআইএসএফ জওয়ান।

বিজেপি সূত্রের খবর, সম্প্রতি বিজেপি নেতাদের উপর হামলার ঘটনা বেড়েছে। সাম্প্রতিক কালে জয় বন্দ্যোপাধ্যায়ের উপরেও কয়েক বার হামলা হয়। হুগলির চণ্ডীতলার মশাটে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সভা থেকে বাড়ি ফেরার পথে হামলা চালানো হয় বিজেপি নেতা জয়ের গাড়িতে। ডানকুনির কালীপুরের কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। বাঁশ দিয়ে ভেঙে দেওয়া হয়গাড়ির পেছনের কাচও। সব দিক খতিয়ে দেখেই বিজেপি নেতৃত্ব তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেন।

Advertisement

আরও পড়ুন: গোটা দেশে তারকা-ঘুঁটি ঢেলে সাজাচ্ছে বিজেপি, বাবুল কি আসানসোলে টিকিট পাচ্ছেন?

সিআইএসএফের ডেপুটি কমিশনার সম্প্রতি নিউআলিপুরে জয়ের বাড়িতে এসেছিলেন। শুক্রবার জয় বলেন, ‘‘উনি আমার বাড়ির চারপাশ জরিপ করেন। খতিয়ে দেখেন নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁকফোকর রয়েছে কি না। আমি কখন কখন গাড়ি নিয়ে বাইরে যাই এ সব তথ্যও নিয়েছিলেন।’’এ সবের পর নিউআলিপুর থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন সিআইএসএফের ডিসি। আগামী রবিবার থেকে তাঁর বাড়িতে সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হবে বলে জানিয়েছেন জয়।

আরও পড়ুন: ‘বোমা তৈরি তো দেখছি কুটিরশিল্প’, ক্ষুব্ধ মমতা

—ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন