Youth Congress

মুখপাত্রের ‘পরীক্ষা’

ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ইয়ং ইন্ডিয়া কে বোল’। উৎসাহী আবেদনকারীদের বক্তৃতা ও জনসংযোগের অন্যান্য মাধ্যমের উপরে অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ০৬:৫৩
Share:

যুব কংগ্রেসের ‘ইয়ং ইন্ডিয়া কে বোল’ প্রতিযোগিতার সূচনা। নিজস্ব চিত্র।

সংগঠনের বিভিন্ন স্তরে মুখপাত্র বেছে নেওয়ার জন্য এ বার প্রতিযোগিতা চালু করল যুব কংগ্রেস। ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ইয়ং ইন্ডিয়া কে বোল’। উৎসাহী আবেদনকারীদের বক্তৃতা ও জনসংযোগের অন্যান্য মাধ্যমের উপরে অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। তার পরে আগামী ১৪ নভেম্বর দিল্লিতে যুব কংগ্রেসের সদর দফতরে চূড়ান্ত ঝাড়াই-বাছাই হবে। কলকাতায় মঙ্গলবার এ রাজ্যের জন্য ওই কর্মসূচির সূচনা করেছেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান। দলের সর্বভারতীয় যুব নেতৃত্বের তরফে দীপক মিশ্র, অমরীশ রঞ্জন পাণ্ডে ও রাজীব বিশনইকে এই প্রতিযোগিতা দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন