Youtth Congress

আনাজের দামে বিক্ষোভ

নিউ মার্কেটের কাছে খাদ্য ভবন চত্বরে বুধবারের বিক্ষোভ কর্মসূচিতে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২০ ০৪:২৪
Share:

আলু, পেঁয়াজের দাম নিয়ে যুব কংগ্রেসের বিক্ষোভ। খাদ্য ভবনের সামনে। নিজস্ব চিত্র।

আলু ও পেঁয়াজের অস্বাভাবিক দামের প্রতিবাদে খাদ্য ভবনের সামনে বিক্ষোভ করল যুব কংগ্রেস। তাদের বক্তব্য, অত্যাবশ্যকীয় আইন সংশোধনের পরে আলু, পেঁয়াজ-সহ বেশ কিছু আনাজ জরুরি পণ্যের তালিকা থেকে বাদ গিয়েছে। তার পর থেকে আলু, পেঁয়াজের দাম আর সাধারণ মানুষের নাগালের মধ্যে আসছে না। নিউ মার্কেটের কাছে খাদ্য ভবন চত্বরে বুধবারের বিক্ষোভ কর্মসূচিতে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খানের অভিযোগ, ‘‘আলু, পেঁয়াজ এবং বিভিন্ন সব্জির দাম বেড়েই চলেছে। কেন্দ্র বা রাজ্য, কোনও সরকারই কোনও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement