নেতাই-মামলা

অনুজ-চণ্ডীকে মেদিনীপুর আদালতে তোলার নির্দেশ

নেতাই-কাণ্ডে ধৃত সিপিএম নেতা অনুজ পাণ্ডে ও চণ্ডী করণকে বিচার প্রক্রিয়ায় যোগ দেওয়ার জন্য দায়রা সোপর্দ করে মেদিনীপুর জেলা আদালতে হাজির করার নির্দেশ দিল ঝাড়গ্রাম এসিজেএম আদালত। সোমবার ভারপ্রাপ্ত বিচারক তরুণকুমার মণ্ডল এই নির্দেশ দেন। দুই অভিযুক্তকে তিন দিন জেল হেফাজতে রাখার পরে আগামী বৃহস্পতিবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৩ মে ২০১৪ ০৩:৪৯
Share:

নেতাই-কাণ্ডে ধৃত সিপিএম নেতা অনুজ পাণ্ডে ও চণ্ডী করণকে বিচার প্রক্রিয়ায় যোগ দেওয়ার জন্য দায়রা সোপর্দ করে মেদিনীপুর জেলা আদালতে হাজির করার নির্দেশ দিল ঝাড়গ্রাম এসিজেএম আদালত। সোমবার ভারপ্রাপ্ত বিচারক তরুণকুমার মণ্ডল এই নির্দেশ দেন। দুই অভিযুক্তকে তিন দিন জেল হেফাজতে রাখার পরে আগামী বৃহস্পতিবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে।

Advertisement

ডালিম পাণ্ডে-সহ অভিযুক্ত পাঁচ সিপিএম নেতা-কর্মীকে সিবিআই হেফাজতে নেওয়ার আবেদন আগেই খারিজ করে দিয়েছিল ঝাড়গ্রাম এসিজেএম আদালত। পরে অনুজ ও চণ্ডীকে সিবিআই হেফাজতে নেওয়ার আর্জিও খারিজ করে দেয় আদালত। অভিযুক্তপক্ষের আইনজীবী রঘুনাথ ভট্টাচার্য ও প্রদীপ মুখোপাধ্যায় আদালতে বলেন, “আগে গ্রেফতার হওয়া ১২ জন অভিযুক্তকে জেলবন্দি রেখে মেদিনীপুর দায়রা আদালতে নেতাই-মামলার সাক্ষ্যগ্রহণ-সহ বিচার চলছে। পরে ধৃত ডালিম পাণ্ডে-সহ ৫ অভিযুক্তকে বিচার প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য মেদিনীপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুজ পাণ্ডে ও চণ্ডী করণকে বিচার প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য তাঁদের মেদিনীপুর দায়রা আদালতে পাঠানোর আবেদন জানান অভিযুক্তপক্ষের দুই আইনজীবী। আবেদন মঞ্জুর করে দুই সিপিএম নেতাকে বৃহস্পতিবার মেদিনীপুর জেলা আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক। তিন বছর গা ঢাকা দিয়ে থাকার পরে নেতাই-কাণ্ডের অভিযুক্ত ৮ সিপিএম নেতা-কর্মীর মধ্যে ৭ জনকে তিন দফায় গ্রেফতার করেছে সিআইডি। ৬ মে গভীর রাতে ঝাড়খণ্ডের বোকারো জেলার চন্দ্রপুরা থানার ঝর্নাডি এলাকায় ডিভিসি আবাসন থেকে নেতাই-কাণ্ডের মূল অভিযুক্ত সিপিএমের বিনপুর জোনাল সম্পাদক অনুজ পাণ্ডেকে গ্রেফতার করেছিল সিআইডি।

Advertisement

এর আগে গত ২৮ এপ্রিল অভিযুক্ত পাঁচ সিপিএম নেতা-কর্মীকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করে সিআইডি। ধৃতদের মধ্যে ছিলেন সিপিএমের ধরমপুর লোকাল কমিটির সম্পাদক তথা অনুজের সম্পর্কিত ভাই ডালিম পাণ্ডে, লালগড় লোকাল সম্পাদক জয়দেব গিরি, বিনপুর জোনাল সদস্য খলিলুদ্দিন, লালগড় লোকাল কমিটির প্রাক্তন সম্পাদক তপন দে ও দলীয় কর্মী রথীন দণ্ডপাট। ৮ মে গভীর রাতে হুগলির চণ্ডীতলা থানা এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল চত্বর থেকে চণ্ডী করণকে ধরা হয়। নেতাই-কাণ্ডে কেবলমাত্র ফেরার রইলেন জেলা পরিষদের প্রাক্তন সদস্যা ফুল্লরা মণ্ডল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন