উত্তাল মিছিলে যাদবপুরের সঙ্গী কন্নড়ভূমিও

বাংলা, ইংরেজি বা হিন্দিতে আগেই স্লোগানের খই ফুটছিল। এ বার শোনা গেল, অন্য উচ্চারণ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ধিক্কার জানিয়ে কন্নড় ভাষায় ঝাঁঝালো কোরাস উঠল, ‘মুচ্চে ভিসি গে ধিক্কারা’। স্থান, বেঙ্গালুরুর প্রাণকেন্দ্র কর্পোরেশন-সার্কেল। যাদবপুরের পাশে দাঁড়াতে রবিবার সেখানকার টাউন হলে জড়ো হয়েছিলেন প্রতিবাদীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৪ ০২:৩৮
Share:

ওয়েবকুটার ডাকে যাদবপুরের শিক্ষক এবং প্রাক্তন উপাচার্যদের মিছিল। রবিবার। —নিজস্ব চিত্র

বাংলা, ইংরেজি বা হিন্দিতে আগেই স্লোগানের খই ফুটছিল। এ বার শোনা গেল, অন্য উচ্চারণ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ধিক্কার জানিয়ে কন্নড় ভাষায় ঝাঁঝালো কোরাস উঠল, ‘মুচ্চে ভিসি গে ধিক্কারা’।

Advertisement

স্থান, বেঙ্গালুরুর প্রাণকেন্দ্র কর্পোরেশন-সার্কেল। যাদবপুরের পাশে দাঁড়াতে রবিবার সেখানকার টাউন হলে জড়ো হয়েছিলেন প্রতিবাদীরা। যাদবপুরের প্রাক্তনী, বা বেঙ্গালুরু প্রবাসী বাঙালিরা তো আছেনই, প্রতিবাদে সামিল হলেন স্থানীয় কন্নড় ভাষাভাষীরাও।

ঠিক এক দিন আগে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ এবং শিলিগুড়িও কলকাতার পাশে দাঁড়িয়েছিল। উপাচার্যের ইস্তফার দাবিতে বৃষ্টিকে তুড়ি মেরে কলকাতা যখন পথে নেমেছে, তখনই মাঠে নামে দিল্লি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস-ও। যাদবপুরের ‘হোককলরব’ স্লোগান ছড়িয়ে পড়েছিল দেশের অবাংলাভাষী শহরগুলোতেও। ফেসবুক ভরে ওঠে মুম্বইয়ের মোমবাতি মিছিল বা দিল্লির জমায়েতের ছবিতে। এ দিন তার সঙ্গে যোগ হল বেঙ্গালুরুও।

Advertisement

ছুটির দিনের সকালে সাত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রতিবাদ-সভায় যোগ দিতে কসুর করেননি ছাত্র বা পেশাদাররা। তিন ঘণ্টা ধরে বক্তৃতা, গান, স্লোগানে তেতে উঠেছেন প্রতিবাদীরা। ‘উই শ্যাল ওভারক্যাম’-এর পাশাপাশি সত্যজিৎ রায়ের গানও বেছে নিয়েছেন প্রতিবাদীরা। কেউ গেয়েছেন, ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়!’ কারও বা অস্ত্র, ‘এক যে আছে রাজা, তার বড় দুখ’-এর প্যারডি! গান হয়েছে, ‘এক বার ত্যজিয়া গদি, ভিসি মাঠে নেমে যদি ক্ষমা চান’! শুনে হাসির রোল ওঠে।

কলকাতার কাছাকাছি সিউড়ির বীরভূম ইঞ্জিনিয়ারিং কলেজ ও রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠের পড়ুয়ারাও এ দিন যাদবপুরের জন্য পথে নেমেছেন। সোস্যাল সাইটগুলোয় কলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংহতির বার্তাও দিনভর ঘুরপাক খাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন