কলেজ মাঠে হেলিপ্যাড নয়, দাবি বিধায়কের

রাজ্য সরকার কৃষ্ণনগর কলেজের খেলার মাঠ আর সবুজ ধ্বংস করে হেলিপ্যাড গড়তে চাইছে বলে বৃহস্পতিবার বিধানসভায় অভিযোগ তুললেন সিপিএম বিধায়ক শেখ মহম্মদ শাদি। ওই সিদ্ধান্ত বদলের দাবি জানান তিনি। শাদি বলেন, ‘‘ওই মাঠে দৌড়েই জ্যোতির্ময়ী শিকদার এশিয়াডে গিয়েছিলেন। কংক্রিটের হেলিপ্যাড হলে মাঠটাই নষ্ট হয়ে যাবে।’’ বাম আমলের সাংসদ জ্যোতির্ময়ীর উদ্যোগে ওই মাঠে কৃত্রিম ট্র্যাক বসানোর পরিকল্পনা হয়েছিল। স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতাদের একাংশ সেটা আটকে দেন। শাদির অভিযোগ, ‘‘সে-দিন যাঁরা পরিবেশ নষ্ট হবে বলে ট্র্যাক বসানো আটকেছিলেন, তাঁরাই এখন হেলিপ্যাডের জন্য উঠেপড়ে লেগেছেন।’’ পরিবহণ দফতরের এক কর্তা অবশ্য জানান, হেলিপ্যাড তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিকল্প জায়গারও খোঁজ চলছে।

Advertisement
শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ০৩:৩৪
Share:

রাজ্য সরকার কৃষ্ণনগর কলেজের খেলার মাঠ আর সবুজ ধ্বংস করে হেলিপ্যাড গড়তে চাইছে বলে বৃহস্পতিবার বিধানসভায় অভিযোগ তুললেন সিপিএম বিধায়ক শেখ মহম্মদ শাদি। ওই সিদ্ধান্ত বদলের দাবি জানান তিনি। শাদি বলেন, ‘‘ওই মাঠে দৌড়েই জ্যোতির্ময়ী শিকদার এশিয়াডে গিয়েছিলেন। কংক্রিটের হেলিপ্যাড হলে মাঠটাই নষ্ট হয়ে যাবে।’’ বাম আমলের সাংসদ জ্যোতির্ময়ীর উদ্যোগে ওই মাঠে কৃত্রিম ট্র্যাক বসানোর পরিকল্পনা হয়েছিল। স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতাদের একাংশ সেটা আটকে দেন। শাদির অভিযোগ, ‘‘সে-দিন যাঁরা পরিবেশ নষ্ট হবে বলে ট্র্যাক বসানো আটকেছিলেন, তাঁরাই এখন হেলিপ্যাডের জন্য উঠেপড়ে লেগেছেন।’’ পরিবহণ দফতরের এক কর্তা অবশ্য জানান, হেলিপ্যাড তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিকল্প জায়গারও খোঁজ চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement