তৃণমূলের টলিউডকে টক্কর দিতে তৈরি হচ্ছে বিজেপি

তৃণমূলের টলিউড বাহিনীর মোকাবিলায় এ বার পাল্টা শাখা গড়ছে বিজেপি-ও। টলিউডের নায়ক-নায়িকা, পরিচালকদের তাঁর দলের রাজনৈতিক সমাবেশ অথবা কলকাতা নাইট রাইডারদের সংবর্ধনার মতো অনুষ্ঠানে হাজির করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই পথেই পা রাখতে চলেছে বিজেপি। লোকসভা ভোটের আগেই রাজ্য বিজেপিতে জর্জ বেকার, নিমু ভৌমিকের মতো অভিনেতারা যোগ দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০১৪ ০৩:৪৬
Share:

তৃণমূলের টলিউড বাহিনীর মোকাবিলায় এ বার পাল্টা শাখা গড়ছে বিজেপি-ও।

Advertisement

টলিউডের নায়ক-নায়িকা, পরিচালকদের তাঁর দলের রাজনৈতিক সমাবেশ অথবা কলকাতা নাইট রাইডারদের সংবর্ধনার মতো অনুষ্ঠানে হাজির করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই পথেই পা রাখতে চলেছে বিজেপি। লোকসভা ভোটের আগেই রাজ্য বিজেপিতে জর্জ বেকার, নিমু ভৌমিকের মতো অভিনেতারা যোগ দিয়েছেন। আনুষ্ঠানিক ভাবে মঙ্গলবার সান্ত্বনা বসু, সুভদ্রা চক্রবর্তী, সুচেতা চক্রবর্তীর মতো অভিনেত্রী এবং পরিচালক, বেশ কয়েক জন কলাকুশলী বিজেপি-তে যোগ দিয়েছেন। মুরলীধর সেন লেনে বিজেপি-র রাজ্য দফতরে এ দিন তাঁদের স্বাগত জানান দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ।

রাহুলবাবু জানিয়েছেন, জর্জ বেকারকে সামনে রেখেই তাঁরা টালিগঞ্জের চলচ্চিত্র এবং টিভি সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রী, নির্দেশক, কলা-কুশলীদের নিয়ে দলের একটি শাখা সংগঠন গড়েছেন। অভিনেতা-অভিনেত্রী, পরিচালকদের নিয়ে গঠিত দলীয় শাখা সংগঠনের নাম এখনও ঠিক হয়নি। তবে শীঘ্রই দলের শিল্পী-কলাকুশলীদের শাখা সংগঠনের সম্মেলন করা হবে বলে রাহুলবাবু জানিয়েছেন। তাঁর কথায়, “সমাজের বিভিন্ন স্তরের মানুষই বিজেপি-র প্রতি আগ্রহী হচ্ছেন। আগামী দিনেও চলচ্চিত্র ও টিভি সিরিয়ালের অনেক অভিনেতা-অভিনেত্রীই যোগ দেবেন বলে আমাদের জানিয়েছেন।”

Advertisement

টিভি-জগতের কুশীলবেরা ছাড়াও জনতা (সংযুক্ত) দলের পুরুলিয়া, বীরভূম এবং কলকাতার বেশ কয়েক জন নেতা-কর্মী এ দিন বিজেপি-তে যোগ দিয়েছেন। এই যোগদান পর্ব মেটার পরেই বিজেপি দফতরে আসেন প্রাক্তন ক্রিকেটার এবং জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি রাহুলবাবুর সঙ্গে একান্তে কিছু ক্ষণ কথা বলেন। তবে রাহুলবাবুর বক্তব্য, এটা ‘সৌজন্য সাক্ষাৎ’। স্নেহাশিসবাবুর কথায়, “রাহুল সিংহের সঙ্গে পরিচয় আছে। তাই গিয়েছিলাম। এমন অনেকের সঙ্গেই পরিচয় আছে। এটা ব্যক্তিগত ব্যাপার।”

বিজেপি দফতরে এসেছিলেন নকশাল নেতা অসীম চট্টোপাধ্যায়ও। রাহুলবাবু জানিয়েছেন, সারদা-সহ বেআইনি অর্থলগ্নি সংস্থায় সঞ্চয় গচ্ছিত রেখে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার দাবিতে অসীমবাবুরা মঞ্চ গড়ে আন্দোলনে নেমেছেন। সেই আন্দোলনে বিজেপি যাতে অংশ নেয়, সেই অনুরোধ জানাতেই অসীমবাবু এসেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement