দৃষ্টি ঘোরাতেই নেতাই: সেলিম

চিটফাণ্ড কেলেঙ্কারি থেকে দৃষ্টি সরাতেই নেতাই কাণ্ডের অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে- মঙ্গলবার সন্ধ্যায় খড়্গপুরের কলাইকুণ্ডার মাঝিপাড়ায় এসে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে এমনই মন্তব্য করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলাইকুণ্ডা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৪ ০৩:২২
Share:

খড়্গপুরে সেলিমের সভা। —নিজস্ব চিত্র।

চিটফাণ্ড কেলেঙ্কারি থেকে দৃষ্টি সরাতেই নেতাই কাণ্ডের অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে- মঙ্গলবার সন্ধ্যায় খড়্গপুরের কলাইকুণ্ডার মাঝিপাড়ায় এসে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে এমনই মন্তব্য করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম। এ দিন মেদিনীপুর লোকসভার সিপিআই প্রার্থী প্রবোধ পণ্ডার সমর্থনে এসে নায়ক-নায়িকার সমাবেশ নিয়েও সরব হয়েছেন সিপিএমের এই কেন্দ্রীয় কমিটির সদস্য।

Advertisement

এ দিনই হায়দরাবাদ থেকে নেতাই গণহত্যায় জড়িত ৫ সিপিএম কর্মীকে সিআইডি গ্রেফতার করে মেদিনীপুর আদালতে হাজির করে। সেই নিয়ে তৃণমূল নির্বাচনের আগে এক ধিক জনসভায় সিবিআই ও সিপিএম বিরোধী প্রচারে নতুন হাতিয়ার পেয়েছে। তবে তৃণমূলের এই হাতিয়ারকে নিয়ে বামেরা বিড়ম্বনায় থাকলেও চিটফান্ডকে নিয়ে তাঁরা পাল্টা আক্রমণ শানিয়েছে। তাই মঙ্গলবার মহম্মদ সেলিম বলেন, “যখন চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে তৃণমূল নেতা-নেত্রীরা নাস্তানাবুদ হচ্ছেন, তখন সেখান থেকে দৃষ্টি সরানোর জন্য এই কাজ করা হয়েছে।” জেলবন্দি তৃণমূল সাংসদ কুণাল ঘোষ এ দিনও দাবি করেছেন যে সারদা গোষ্ঠীর পক্ষ থেকেই ছবি কেনা হয়েছিল। সেলিম বলেন, “এই প্রথম দেখলাম একজনকে ধরেছে সিআইডি। কিন্তু তিনি যাতে জবানবন্দি দিতে না পারেন সেই জন্য রাজ্য সরকার আর পুলিশ চেষ্টা করছে। সাধারণত গ্রেফতার করে তাঁর মুখ থেকে কথা বের করার চেষ্টা করেন পুলিশই।”

Advertisement

আজ পলিটেকনিকে ভর্তির ফল

রাজ্যের পলিটেকনিকগুলিতে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা পাঠ্যক্রমে ভর্তির পরীক্ষা ‘জেক্সপো’-র ফল আজ, বুধবার রাত ৮টায় প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা সংসদের তরফে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে। www.webscte.org, www.exametc.com, www.examresults.net, www.indiaresults.com-এ ফল জানা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন