নিখোঁজ শেরপার স্ত্রীকে সাহায্য কংগ্রেসের

ছন্দা গায়েনের অভিযানের সঙ্গী নিখোঁজ দাওয়া শেরপার বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী পেমবি-র হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন দার্জিলিং লোকসভার সদ্য পরাজিত কংগ্রেস প্রার্থী সুজয় ঘটক। দল সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে শুক্রবার দুপুরে সুজয়বাবু দাওয়া শেরপার ঘুম-এর খাসমল বস্তির বাড়িতে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ৩১ মে ২০১৪ ০৩:৪৭
Share:

দাওয়ার স্ত্রীর হাতে টাকা তুলে দিচ্ছেন সুজয় ঘটক। ছবি: রবিন রাই।

ছন্দা গায়েনের অভিযানের সঙ্গী নিখোঁজ দাওয়া শেরপার বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী পেমবি-র হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন দার্জিলিং লোকসভার সদ্য পরাজিত কংগ্রেস প্রার্থী সুজয় ঘটক। দল সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে শুক্রবার দুপুরে সুজয়বাবু দাওয়া শেরপার ঘুম-এর খাসমল বস্তির বাড়িতে যান। ওই এলাকায় ভাড়া বাড়িতে রয়েছেন দাওয়ার স্ত্রী। কিছু দিন আগেই তাঁদের বিয়ে হয়েছে। পেমবি এবং দাওয়ার ভাইয়ের হাতে ১০ হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দেন সুজয়বাবু। ভবিষ্যতেও তাঁদের পাশে কংগ্রেস থাকবে বলে আশ্বাস দিয়েছেন সুজয়বাবু। তিনি জানান, কাঞ্চনজঙ্ঘার ইয়ালুং কাং দিয়ে শৃঙ্গ জয়ের পথে গিয়ে নিখোঁজ দাওয়ার খোঁজখবর করতে বিস্তর খরচ হচ্ছে তাঁর পরিবারের লোকজনদের। সে কারণেই আপাতত কিছু আর্থিক সাহায্য করা হল।

Advertisement

তবে এ দিন পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও প্রতিনিধি দাওয়া শেরপার বাড়িতে যায়নি। জিটিএ-র একটি প্রতিনিধি দল সম্প্রতি দাওয়ার বাড়ি গিয়েছিলেন।

শেরপার কাজ করে সংসার চালান দাওয়া। তাঁর এক ভাই রয়েছেন। তবে বছর চব্বিশের দাওয়ার উপর নির্ভর করেই কার্যত সংসার চলত। সেই মানুষটি নিখোঁজ হয়ে যাওয়ার পর এখন কী করে চলবে তা ভেবেই দিশেহারা হয়ে পড়েছেন তাঁর স্ত্রী এবং পরিবারের অন্যরা। এ ভাবে যারা জীবনের ঝুকি নিয়ে অভিযানে যান, বিপদে তাদের পরিবারের নিশ্চয়তার জন্য অধীরবাবু সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে সুজয়বাবুরা প্রতিশ্রুতি দিয়েছেন।

Advertisement

শিলিগুড়ি শেরপা বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সেন্টারের সম্পাদক পূর্বা শেরপা জানান, কংগ্রেসের প্রতিনিধিরা আর্থিক সাহায্য করায় এই পরিস্থিতিতে তা দাওয়ার পরিবারের উপকারে লাগবে। তবে সরকারের তরফে দ্রুত ওই পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন।

কলকাতা ফিরলেন উজ্জ্বল

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

ছন্দাদের উদ্ধারকাজের তদারকিতে কাঠমান্ডু পৌঁছনো সরকারি দলের অন্যতম সদস্য উজ্জ্বল রায় ফিরে এসেছেন কলকাতায়। সরকারি সূত্রে খবর, অন্য তিন সদস্য দেবদাস নন্দী, প্রশান্তকুমার মণ্ডল ও তুষার তপাদার কাঠমান্ডুতেই আছেন। দুর্ঘটনাস্থলে শেরপাদের পাঠিয়ে পায়ে হেঁটে তল্লাশি চালানোর ব্যাপারে নেপাল সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন তাঁরা। এ দিকে নেপাল সরকার সূত্রে খবর, কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প ও তার উপরের আবহাওয়ার এখনও খারাপ। পায়ে হেঁটে তল্লাশি চালাতে অন্তত পাঁচ-ছ’দিন ভাল আবহাওয়া দরকার। তাই এখনই খোঁজ শুরুর সম্ভাবনা খুবই কম। মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা অভিযানের অন্য সদস্য দীপঙ্কর ঘোষ উদ্ধারকারী দলে যোগ দেবেন বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গে থাকবেন ছন্দা গায়েনের দাদা জ্যোতির্ময় গায়েনও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন