বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র নিশান্ত কিরণের খুনের ঘটনায় শাসকদলের যে ছাত্রনেতার নাম বারবার উঠে আসছিল, ঘটনার ২১ দিন পর তাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত জিয়াউল শেখ বোলপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। শনিবার পুলিশ তাকে ১৪ দিনের জন্য হেফাজতে চায়। আদালত ৯ দিন পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।