পূর্ণ সময়ের কাজ ও বেতন-কাঠামো সংশোধনের দাবিতে ফের শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হলেন কলেজের আংশিক সময়ের শিক্ষকদের সংগঠন কুটাব। সোমবার বিধানসভায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরে সংগঠনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ বলেন, ‘‘সমস্যার সমাধান না-হলে আমরা জুলাই-অগস্টে বৃহত্তর আন্দোলনে নামব।’’ শিক্ষামন্ত্রী বলেন, ‘‘বিষয়টি আমরা যথেষ্ট সহানুভূতির সঙ্গে দেখছি।’’