প্রভু আসার আগে হাওড়ায় বোমাতঙ্ক

হাওড়া স্টেশনে আজ, শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠান রেলমন্ত্রী সুরেশ প্রভুর। তার কয়েক ঘণ্টা আগে, বৃহস্পতিবার রাতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল ওই স্টেশন চত্বরে। এক থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৬ ০৩:০৩
Share:

হাওড়া স্টেশনে আজ, শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠান রেলমন্ত্রী সুরেশ প্রভুর। তার কয়েক ঘণ্টা আগে, বৃহস্পতিবার রাতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল ওই স্টেশন চত্বরে। এক থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Advertisement

রেল পুলিশের খবর, রাত ১০টা ৫ মিনিটে তারকেশ্বর লোকালের হাওড়ায় আসার কথা ছিল। কিন্তু ট্রেনটি দু’নম্বর প্ল্যাটফর্মে ঢোকে বেশ কিছু ক্ষণ পরে। যাত্রীরা নেমে যাওয়ার পরে দেখা যায়, সামনের দিক থেকে দ্বিতীয় কামরার আসনের নীচে তার জড়ানো একটি কৌটো পড়ে আছে। রটে যায় দু’নম্বর প্ল্যাটফর্মের ট্রেনে বোমা রয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক ও দু’নম্বর প্ল্যাটফর্মের যাত্রীরা দৌড়ে স্টেশন সুপারের ঘরের দিকে চলে যান। জিআরপি, আরপিএফ ও রেলকর্তারা পৌঁছে যান। আসে পুলিশ-কুকুর, বম্ব স্কোয়াডও।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, ‘‘কৌটোটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে তাতে বোমা নেই বলেই জানিয়েছে পুলিশ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement