ফলপ্রকাশ শুরু, বাধা কাটছে ছাত্রভোটের

সাধারণ নির্বাচনের ধাক্কায় পিছিয়ে যাওয়া পরীক্ষার ফল দেরিতে হলেও ধীরে ধীরে প্রকাশ করে ছাত্র সংসদের ভোট নির্দিষ্ট সময়ে সেরে ফেলার দিকে এগোচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বুধবার বিকম পার্ট ওয়ান (জেনারেল)-এর ফল ঘোষণা করা হয়েছে। কাল, শুক্রবার বিএ এবং বিএসসি পার্ট ওয়ান জেনারেলের ফলও প্রকাশ করা হবে বলে এ দিন সাংবাদিক বৈঠকে জানান উপাচার্য সুরঞ্জন দাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৫ ০৩:২১
Share:

সাধারণ নির্বাচনের ধাক্কায় পিছিয়ে যাওয়া পরীক্ষার ফল দেরিতে হলেও ধীরে ধীরে প্রকাশ করে ছাত্র সংসদের ভোট নির্দিষ্ট সময়ে সেরে ফেলার দিকে এগোচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বুধবার বিকম পার্ট ওয়ান (জেনারেল)-এর ফল ঘোষণা করা হয়েছে। কাল, শুক্রবার বিএ এবং বিএসসি পার্ট ওয়ান জেনারেলের ফলও প্রকাশ করা হবে বলে এ দিন সাংবাদিক বৈঠকে জানান উপাচার্য সুরঞ্জন দাস।

Advertisement

লোকসভা নির্বাচনের জেরে পিছিয়ে গিয়েছিল স্নাতক পার্ট ওয়ান পরীক্ষা। আর তাতেই সময়সীমার মধ্যে ছাত্রভোট হবে কি না, সংশয় দেখা দেয়। আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব কলেজে ছাত্রভোট করার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু লোকসভা নির্বাচনের জন্য পার্ট ওয়ান পরীক্ষাই হয়েছে দেরিতে। তাই ফল প্রকাশ করতেও দেরি হচ্ছে। অথচ পরীক্ষার ফল ছাড়া ছাত্র-ভোটার তালিকা তৈরি করা সম্ভব নয়। কারণ, কারা পরীক্ষায় পাশ করেছেন আর কারা করেননি, তার ভিত্তিতেই ওই তালিকা তৈরি হয়। তাই ফলপ্রকাশে দেরির ফলে একই সঙ্গে ভোটার তালিকা তৈরি এবং ছাত্রভোট নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

সহ-উপাচার্য (শিক্ষা) ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, “ডিসেম্বরেই ফল প্রকাশের জন্য প্রধান পরীক্ষকদের ছুটি বাতিল করে রাতভর কাজ চালানোর ব্যবস্থা হয়েছিল। অবশেষে সেই কাজ সারা গিয়েছে।” আর উপাচার্য জানান, বুধবার থেকেই ওয়েবসাইটে বিকম পার্ট ওয়ানের ফল দেখার ব্যবস্থা হয়েছে। তবে পরীক্ষার্থীরা ফল হাতে পাবেন শুক্রবার। ওই দিন বিএ এবং বিএসসি পার্ট ওয়ান জেনারেলের ফল দেখা যাবে ওয়েবসাইটে। ওই পরীক্ষার্থীরা মার্কশিট পাবেন ৫ জানুয়ারি। আর ছাত্রভোট? সুরঞ্জনবাবু বলেন, “১৭ জানুয়ারি ২৬টি কলেজে প্রথম দফার ভোট। ২ জানুয়ারি ফল প্রকাশিত হলেও নির্বাচনে অসুবিধা হবে না বলে জানিয়েছে ২১টি কলেজ। ধ্রুববাবু জানান, বাকি পাঁচটি কলেজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনার ভিত্তিতেই।

Advertisement

কেমন হল বিকম পার্ট ওয়ান জেনারেলের ফল? সুরঞ্জনবাবু জানান, পাশের হার এক শতাংশেরও বেশি বেড়েছে। ২০১৪ সালে বিকম পার্ট ওয়ান জেনারেলে পাশের হার ছিল ৯৪.১৮ শতাংশ। এ বছর তা বেড়ে হয়েছে ৯৫.৫৬। উপাচার্য জানান, বিএডের ফলও এ দিন প্রকাশিত হয়েছে। ওই ফল বেরোল পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন