বজবজের সরকারি পলিটেকনিক কলেজের যে অফিসার-ইন-চার্জের নিয়োগই বিতর্কিত, তাঁর ডাকা সম্মেলনে মঙ্গলবার কারিগরি শিক্ষা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস যাচ্ছেন। মন্ত্রী কী করে এমন বিতর্কিত ব্যক্তির নিজস্ব ও তৃণমূলের অনুমোদনহীন সংগঠনের অনুষ্ঠানে যাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পলিটেকনিক ইউনিটের নেতারা।