মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে স্কুলে ভাঙচুর, শিক্ষকদের মারধরের ঘটনায় বেলাকোবা হাইস্কুলের দোষী পরীক্ষার্থীদের চিহ্নিত করে তাদের নাম ঠিকানা পাঠানোর নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শকের দফতর। মঙ্গলবার পরীক্ষার শেষে ও বুধবার পরীক্ষার মুখে যে স্কুলে ওই কাণ্ড ঘটেছে, সেই নগেন্দ্রনাথ হাইস্কুলে ভিডিও ক্যামেরা নিয়ে যাওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ দিতে অনুরোধও করেন বিদ্যালয় পরিদর্শক স্বপন সামন্ত।