মুখ্যমন্ত্রীর ডাকে সভায় গিয়েছিলাম: শেরিফ

সমাবেশে তাঁর যোগদান নিয়ে বিতর্ক তো বেধে ছিলই। হয়েছিল মামলাও। কলকাতার শেরিফ তথা টালিগঞ্জের অভিনেতা রঞ্জিত মল্লিক অবশেষে কলকাতা হাইকোর্টে হলফনামা দাখিল করে জানালেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এ বারের ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে গিয়েছিলেন। টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি বা চলচ্চিত্র শিল্পের পক্ষ থেকেই তিনি ওই সভায় যান। কোনও রাজনৈতিক সভায় যোগ দেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৪ ০৩:৩৪
Share:

সমাবেশে তাঁর যোগদান নিয়ে বিতর্ক তো বেধে ছিলই। হয়েছিল মামলাও। কলকাতার শেরিফ তথা টালিগঞ্জের অভিনেতা রঞ্জিত মল্লিক অবশেষে কলকাতা হাইকোর্টে হলফনামা দাখিল করে জানালেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এ বারের ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে গিয়েছিলেন। টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি বা চলচ্চিত্র শিল্পের পক্ষ থেকেই তিনি ওই সভায় যান। কোনও রাজনৈতিক সভায় যোগ দেননি।

Advertisement

২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের রাজনৈতিক সমাবেশে কলকাতার শেরিফের যোগদানকে কেন্দ্র করে মামলা করেন দ্বৈপায়ন সেনগুপ্ত এবং অনন্তকুমার শাহ নামে হাইকোর্টের দুই আইনজীবী। আবেদনে তাঁরা জানান, শেরিফকে নিয়োগ করে হাইকোর্ট। এমন পদে থেকে কেউ কোনও রাজনৈতিক সভায় যোগ দিতে পারেন না। বৃহস্পতিবার শুনানিতে আবেদনকারীদের আইনজীবী অরুণাভ ঘোষ শেরিফের হলফনামা নিয়ে প্রশ্ন তুললে বিচারপতি দেবাংশু বসাক জিজ্ঞাসা করেন, কেউ যদি না-জেনে কোনও সমাবেশে গিয়ে দেখেন, যাঁর ডাকে তিনি এসেছেন, এলাকায় তাঁর সুনাম নেই, তা হলে কী যোগদানকারীর বিরুদ্ধে অপকর্মের অভিযোগ উঠবে?

অরুণাভবাবু বিচারপতির উদ্দেশে বলেন, সমাজ চলে বিশ্বাসের উপরে। সেই বিশ্বাসই বলে, বিচারপতিরা সৎ। ছেলে বিশ্বাস করে, বাবা মিথ্যা বলবেন না। কিন্তু এখানে শেরিফ বলছেন, তৃণমূলের সমাবেশে তিনি যোগ দিতে যাননি। তিনি গিয়েছেন মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে। অরুণাভবাবুর প্রশ্ন, শেরিফ কি মুখ্যমন্ত্রীর পাঠানো আমন্ত্রণপত্রটি আদালতে পেশ করতে পারবেন?

Advertisement

প্রশ্ন শুনে বিচারপতি বলেন, “উনি তো হলফনামা পেশ করেছেন। সেটা কি বিশ্বাস করা যায় না?”

শুনানি চলাকালীনই অরুণাভবাবু আদালতে জানান, হারা বা জেতার জন্য তিনি এই মামলায় সওয়াল করছেন না। আগামী দিনে এই ধরনের ব্যক্তিকে যাতে শেরিফ-পদে নিযুক্ত করা না-হয়, সেই আবেদন জানাতেই এসেছেন তাঁর এই মামলায় আসা।

বিচারপতি জানান, পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন