সুলুক-সন্ধান

মেদিনীপুর কমার্স কলেজে চলচ্চিত্র-পাঠ

মেদিনীপুর কমার্স কলেজে শুরু হতে চলেছে ‘ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ’-এর উপরে ছ’মাসের সার্টিফিকেট কোর্স। নতুন এই পাঠক্রমে ভর্তি শুরু হবে আজ, বৃহস্পতিবার থেকে। তার আগে কোর্সটি সম্পর্কে ছাত্রছাত্রীদের কাছে ধারণা দিতে বুধবার কলেজের সভাঘরে একটি সেমিনারের আয়োজন করা হয়।

Advertisement
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৫ ০৩:০৮
Share:

মেদিনীপুর কমার্স কলেজে শুরু হতে চলেছে ‘ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ’-এর উপরে ছ’মাসের সার্টিফিকেট কোর্স। নতুন এই পাঠক্রমে ভর্তি শুরু হবে আজ, বৃহস্পতিবার থেকে। তার আগে কোর্সটি সম্পর্কে ছাত্রছাত্রীদের কাছে ধারণা দিতে বুধবার কলেজের সভাঘরে একটি সেমিনারের আয়োজন করা হয়। ছিলেন জেলা পরিষদের শিক্ষা-তথ্য-সংস্কৃতি কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, মেদিনীপুর ফিল্ম সোসাইটির কার্যকরী সভাপতি শিবাংশু বসু, সোসাইটির প্রকাশনা বিভাগের সম্পাদক সিদ্ধার্থ সাঁতরা প্রমুখ।

Advertisement

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একাধিক কলেজে ‘কেরিয়ার অ্যাডভান্সমেন্ট’ কোর্স রয়েছে। তবে চলচ্চিত্র পাঠের উপরে সার্টিফিকেট কোর্স এই প্রথম। কমার্স কলেজের অধ্যক্ষ দুলালচন্দ্র দাস জানান, যেহেতু এটা সার্টিফিকেট কোর্স, সেহেতু শুধু কলেজের ছাত্রছাত্রীরাই নয়, আগ্রহী অন্য কেউও এখান থেকে কোর্সটা করতে পারেন।

ছ’মাসের এই সার্টিফিকেট কোর্সে কী কী শেখানো হবে?

Advertisement

কোর্সের কো-অর্ডিনেটর সৌমেন্দু দে জানান, মূলত সিনেমা এবং টেলিভিশনে অভিনয়, পরিচালনা, মডেলিং, সংবাদ পাঠ শেখানো হবে। থাকবে স্ক্রিপ্ট তৈরি, ভয়েস ওভার, ফটোগ্রাফির প্রাথমিক
পাঠ। কোর্স চলাকালীন কর্মশালা হওয়ার কথা। সৌমেন্দুবাবু বলছিলেন, “অভিনয়ের প্রাথমিক পাঠটুকু জানা থাকলে অনেক জায়গায় সুযোগ মিলতে পারে। ভয়েস ওভার শেখা থাকলেও অনেক কাজের সুযোগ আসতে পারে।”

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী কমার্স কলেজের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘‘এখন এই ধরনের পাঠে জোর দিচ্ছে ইউজিসি। যাতে প্রথাগত শিক্ষার বাইরে গিয়েও ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement