রাজ্যে কার্যকর হয়নি ২৫ হাজার পরোয়ানা

এখনও বাকি ২৫ হাজার। গত ৫ মার্চ রাজ্যে ভোট প্রক্রিয়া শুরুর সময়েই নির্বাচন কমিশন জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেয় যে সব দুষ্কৃতীর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে, ভোট শুরুর আগেই তাদের গ্রেফতার করতে হবে। আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। তার আগে রবিবার বিভিন্ন জেলায় ওই নির্দেশ কতটা কার্যকর হয়েছে, তা খতিয়ে দেখতে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৪ ০৩:৪৪
Share:

এখনও বাকি ২৫ হাজার। গত ৫ মার্চ রাজ্যে ভোট প্রক্রিয়া শুরুর সময়েই নির্বাচন কমিশন জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেয় যে সব দুষ্কৃতীর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে, ভোট শুরুর আগেই তাদের গ্রেফতার করতে হবে। আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। তার আগে রবিবার বিভিন্ন জেলায় ওই নির্দেশ কতটা কার্যকর হয়েছে, তা খতিয়ে দেখতে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার। তাতে দেখা যায়, বিভিন্ন জেলায় এখনও ২৫ হাজার ৬৩০টি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর হয়নি। রাজ্য নির্বাচন দফতরের খবর, ভোট প্রক্রিয়া শুরুর আগে রাজ্যে কার্যকর না-হওয়া জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ছিল ৭২ হাজারের বেশি। এ দিন সব ডিএম-এসপি-র সঙ্গে বৈঠক করে কমিশন জেনেছে, এখনও পর্যন্ত ৪৭ হাজার ১২৪টি জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়েছে। বাকি এখনও ২৫ হাজার ৬৩০টি। অথচ রাজ্যে ভোট শুরু হতে বাকি মাত্র পাঁচ দিন। এখনও এত জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) সুনীল গুপ্ত। ১৭ এপ্রিলের আগে সব জামিন-অযোগ ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার নির্দেশ দিয়েছেন সিইও। কমিশন সূত্রের বক্তব্য, এত পরোয়ানা বকেয়া থাকার কারণ সংশ্লিষ্ট জেলাশাসক ও পুলিশ সুপারদেরই ব্যাখ্যা দিতে হবে। রাজ্যে ভোট শুরুর আগেই পরোয়ানা কাযর্কর না করলে ওই জেলাশাসক এবং পুলিশ সুপারদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন