New Year Eve

বর্ষবরণের রাতে চিকেন’স নেক-এ বাড়তি নজর পুলিশের, শিলিগুড়িতে ড্রোন দিয়ে নজরদারি, মোতায়েন বাহিনী

বুধবার নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে শহরের বিভিন্ন পানশালা, হোটেলে পার্টির আয়োজন করা হয়েছে। শিলিগুড়ি শহর বটেই, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ বর্ষবরণের অনুষ্ঠানে অংশ নেন। পার্টিতে যান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৭:২১
Share:

বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে শিলিগুড়িতে। —নিজস্ব ছবি।

শিলিগুড়ি করিডর বা চিকেন’স নেক। ভৌগোলিক অবস্থানের জন্য এই ভূখণ্ডটি ভারতের কাছে অত্যন্ত সংবেদনশীল। যোগাযোগ, অর্থনীতি এবং সামরিক— তিন দিক থেকেই এই ভূখণ্ডের নিজস্ব গুরুত্ব রয়েছে। বর্ষবরণের রাতে নিরাপত্তা সেখানে নিরাপত্তা জোরদার অতিরিক্ত দেড় হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।

Advertisement

বুধবার নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে শহরের বিভিন্ন পানশালা, হোটেলে পার্টির আয়োজন করা হয়েছে। শিলিগুড়ি শহর বটেই, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ বর্ষবরণের অনুষ্ঠানে অংশ নেন। পার্টিতে যান। সেই সব দিক মাথায় রেখে নিরাপত্তার কড়াকড়ি করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। পুলিশ সূত্রে খবর, বর্ষবরণের রাতে মত্ত অবস্থায় গাড়ি চালানোর ‘প্রবণতা’ দেখে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে । আনন্দ, উচ্ছ্বাসে মাতবেন সকলেই। সেখানে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সজাগ নজর থাকবে পুলিশের।

শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) তন্ময় সরকার বলেন, ‘‘শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ‘ব্রিথ অ্যানালাইজ়ার’ নিয়ে ট্রাফিক পুলিশের দল মোতায়েন থাকবে। মধ্যরাত পর্যন্ত সিগন্যাল ব্যবস্থা চালু থাকবে। পাশাপাশি ‘উইনার্স বাহিনী’র দুটি স্কোয়াডকে ‘ফ্লাইং মোড’-এ রাখা হচ্ছে। বিভিন্ন হোটেল, পানশালার আশপাশে সাদা পোশাকে পুলিশের উপস্থিতি থাকবে।’’

Advertisement

শিলিগুড়িতে ঢোকা ও বেরনোর সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং করা হবে। ড্রোন, সিসি ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি আরও জোরদার করা হচ্ছে। কোনও নাগরিক বিপদে পড়লে সরাসরি পুলিশের সাহায্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement