Migrant Labours Beaten In Bihar

ওড়িশা, অসমের পর বিহার! মুর্শিদাবাদের শ্রমিককে বাংলাদেশি সন্দেহে মারধরের অভিযোগ, আতঙ্ক নিয়ে ফিরলেন বাড়ি

মুর্শিদাবাদের বেলডাঙা থানার মির্জাপুর বাদামপাড়ার বাসিন্দা হাফিজুল খাঁ গিয়েছিলেন বিহারের মোজাফ্ফরপুর জেলায়। সেখানে ফেরিওয়ালার কাজ করতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ওড়িশা অসমের পর এ বার প্রতিবেশী রাজ্য বিহার! বাংলাদেশি সন্দেহে আবার ভিন্‌রাজ্যে পশ্চিমবঙ্গের শ্রমিককে হেনস্থার অভিযোগ।

Advertisement

মুর্শিদাবাদের বেলডাঙা থানার মির্জাপুর বাদামপাড়ার বাসিন্দা হাফিজুল খাঁ গিয়েছিলেন বিহারের মুজফ্ফরপুর জেলায়। সেখানে ফেরিওয়ালার কাজ করতেন। অভিযোগ, তাঁর মোটরবাইক আটকে মারধর করেন। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দ বাজার ডট কম)। তবে হাফিজুলের ঘাড় চেপে ধরে বুকে-পেটে এলোপাথাড়ি ঘুষি মারার অভিযোগ তুলেছে তাঁর পরিবার। তারা জানিয়েছে, হাফিজুলকে বাংলাদেশি বলে দাগিয়ে আক্রমণ করা হয়। এমনকি, তাঁর আধার কার্ড ‘নকল’ বলে দাবি করেন আক্রমণকারী।

ওই ঘটনার পরে আর বিহারে থাকার ঝুঁকি নেননি হাফিজুল। বেলডাঙায় ফিরে এসেছেন তিনি। বুধবার হাফিজুল বলেন, ‘‘আমি দু’মাস ধরে বিহারে ছিলাম। এর আগে কিছু ঘটেনি। গত বৃহস্পতিবার সকালে ফেরি করতে যেতে আমার বাইক আটকায় একজন। এর পরে কোনও কথা না বলে ‘বাংলাদেশি’ বলে মারধর শুরু করে। আধার কার্ড দেখালেও বলছে, ওগুলো নকল! এর পরে আর থাকিনি। প্রাণভয়ে রবিবার দুপুরে বেলডাঙা ফিরে এসেছি।’’ তিনি জানান, তাঁর মতো অনেকেই বিহার ছেড়ে পালিয়ে আসছেন।

Advertisement

হাফিজুলের স্ত্রী মুনিরা বিবি বলেন, ‘‘বিহারে মারধরের ওই ভিডিয়ো সবার মোবাইলে ঘুরছে। সে দিন ফোন করে বলেছিল ঘটনাটা। ওর মনখারাপ ছিল বলে বেশি কিছু জিজ্ঞাসা করিনি। পরে ভিডিয়ো দেখে জানতে পারি সব।’’

এই ঘটনার কথা কানে গিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের। বেলডাঙার তৃণমূল বিধায়ক শেখ হাসানুজ্জামান বলেন, ‘‘ওই পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে এসেছেন বলে শুনেছি। আমি তাঁর বাড়িতে গিয়ে দেখা করে আসব। দল ওঁদের পাশে আছে।’’ রাজ্য পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আসিফ ফারুক বলেন, ‘‘মুর্শিদাবাদের ভগবানগোলা-১ ও ২ ব্লকে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন। কিন্তু ওড়িশা, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, মুম্বই, রাজস্থান— বিশেষ করে বিজেপিশাসিত রাজ্যগুলিতে যে ভাবে তাঁদের উপরে একের পর এক হামলা চালানো হচ্ছে, তাতে তাঁরা প্রাণের ভয়ে মুর্শিদাবাদে ফিরে এসেছেন। তবে গত কয়েক দিনে সবচেয়ে বেশি ওড়িশা থেকে পরিযায়ী শ্রমিকেরা ফিরে এসেছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement